ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হুমকিতে ফেলে পদ্মা নদীর রূপপুর নলগাড়ি এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। খবর পেয়ে বালু উত্তোলনকারী চক্রের সদস্য রিপন প্রামাণিক (২৭) নামের এক যুবককে শুক্রবার রাতে বালুভর্তি ট্রাকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রিপন উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাঘহাছলা গ্রামের বাসিন্দা।
পুলিশের সূত্রে জানা গেছে, রূপপুর প্রকল্পের সীমানা ঘেঁষে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। এতে রূপপুর প্রকল্পের নির্মাণাধীন কাজে ঝুঁকির আশঙ্কা করা হয়েছে। রূপপুর প্রকল্পের নিকটবর্তী এলাকার মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ হলেও প্রভাবশালী ব্যক্তির মদদে রূপপুরে নলগাড়ি নদী সীমানা থেকে একটি চক্র বালু উত্তোলন করছিল।
রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপপরিদর্শক আতিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রূপপুর বিবিসি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে রিপন স্বীকার করেন যে ওই বালু চক্রের আরও কয়েকজন জড়িত আছেন।