বৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

পাঠ্যবইয়ের ‘ত্রুটি’ নিয়ে ফেসবুকে পোস্ট, শাস্তির মুখে শিক্ষক বিদ্যুৎ কুমার রায়

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ২৬, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ
পাঠ্যবইয়ের ‘ত্রুটি’ নিয়ে ফেসবুকে পোস্ট, শাস্তির মুখে শিক্ষক বিদ্যুৎ কুমার রায়

আরনতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ের ‘ত্রুটি’ নিয়ে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়ে বিপাকে পড়েছেন বিদ্যুৎ কুমার রায় নামে একজন কলেজশিক্ষক। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ‘সরকারি নির্দেশনা অমান্য’ করায় তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা তিনদিনের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (কলেজ-১) অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামানের সই করা কারণ দর্শানোর নোটিশে (শোকজ) তাকে এ নির্দেশনা দেওয়া হয়।

শোকজ নোটিশ পাওয়া বিদ্যুৎ কুমার রায় ২২তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তিনি সহযোগী অধ্যাপক। বর্তমানে টিচার্স ট্রেনিং কলেজের এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টে কর্মরত। বিদ্যুৎ কুমার রায় নিজেও পাঠ্যবই লেখার কাজে নিয়োজিত। নবম-দশম শ্রেণির রসায়ন বইয়ের লেখক তিনি। পেয়েছেন শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কারও।

নোটিশে বলা হয়, ‘আপনি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জাতীয় শিক্ষাক্রম ২০২২ ও শিক্ষাক্রম অনুযায়ী প্রণীত বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি বিভিন্ন বিষয়ে অযৌক্তিক প্রশ্ন উত্থাপন করেছেন। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালকের কনফারেন্স রুমে একটি সভায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে উদ্দেশ করে তার আমলে বাজেভাবে বই ছাপা হয়েছে বলে মন্তব্য করেছেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন।’

এতে আরও বলা হয়, ‘আপনি দেশের পাঠ্যবইয়ের গুণগতমান ও বই ছাপা নিয়েও বিরূপ মন্তব্যসহ বিভিন্ন ধরনের উসকানিমূলক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছেন। এ ধরনের কার্যকলাপ বর্তমান সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ শিক্ষার রূপান্তর প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টির শামিল। এরকম কার্যকলাপ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা- ২০১৯ এর পরিপন্থি। এছাড়া বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যম তথা ফেসবুকে তাদের ব্যক্তিগত ওয়ালে ও বিভিন্ন গ্রুপে সহকর্মী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্তের বিষয়ে অশোভন, অনৈতিক, শিষ্টাচার বহির্ভূত ও উসকানিমূলক বক্তব্য হতে বিরত থাকার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ২০২২ সালের ৪ আগস্টের স্মারকপত্রের নির্দেশনারও পরিপন্থি।’

‘এমতাবস্থায়, একজন সরকারি কর্মকর্তা হয়ে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯-এর পরিপন্থি কার্যকলাপের অভিযোগে কেন আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জানতে সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কুমার রায়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হয়। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনিও এ নিয়ে কোনো কথা বলবেন না বলে জানান।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে দেখা গেছে, সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কুমার রায় নতুন শিক্ষাক্রমের বই নিয়ে তার নিজের এবং বিভিন্ন গ্রুপে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন। সর্বশেষ তিনি ‘সম্মিলিত শিক্ষা আন্দোলন’ নামে শিক্ষাক্রম সংশোধনের দাবিতে গড়ে ওঠা একটি ফেসবুক গ্রুপে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি সপ্তম শ্রেণির বইয়ের ত্রুটি উল্লেখ করে তা সমাধান করতে পারলে বইয়ের লেখককে ‘পুরস্কৃত করার ঘোষণা’ দেন।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
ঈশ্বরদীর রূপপুর : বাংলার হাটে রুশ হাটুরে

ঈশ্বরদীর রূপপুর : বাংলার হাটে রুশ হাটুরে

ঈশ্বরদীতে নিখোঁজের পরদিন বাঁশবাগানে মিলল ভ্যানচালকের মরদেহ

রূপপুর প্রকল্পে পেলোডারের ধাক্কায় বিদেশী নাগরিকের মৃত্যু

রূপপুর প্রকল্পে পেলোডারের ধাক্কায় বিদেশী নাগরিকের মৃত্যু

ঈশ্বরদী-বীর মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান

ঈশ্বরদী-বীর মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান

ঈশ্বরদীতে এ বছর ৪ কোটি টাকার জাম বেচাকেনার টার্গেট : প্রতিদিন বিক্রি ২৫ লাখ টাকা

ঈশ্বরদীতে এ বছর ৪ কোটি টাকার জাম বেচাকেনার টার্গেট : প্রতিদিন বিক্রি ২৫ লাখ টাকা

ঈশ্বরদী পৌর শ্মশানের ত্রি-বার্ষিক কমিটি গঠিত

ঈশ্বরদী ইউপি নির্বাচনে নৌকা ৬, স্বতন্ত্র ১

ঈশ্বরদীতে ৩১ শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বাদ দিয়ে তিন দিনের কর্মশালা

ঈশ্বরদীতে ৩১ শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বাদ দিয়ে তিন দিনের কর্মশালা

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশী শক্তির রক্ত চক্ষুকে ভয় করে না : গালিব শরীফ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় এল রাশিয়ান জাহাজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় এল রাশিয়ান জাহাজ

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ