পাবনার ঈশ্বরদীতে তাফসীরুল কুরআন মাহফিলে এসে একজন সনাতন হিন্দু ধর্মাবলম্বী যুবক কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এসময় ওই যুবককে দেখতে শত শত মুসল্লী ভিড় করেন। শনিবার (২২ ডিসেম্বর) সাড়ে ১০ টার দিকে পৌর শহরের দক্ষিন নারিচা ভাটাপাড়া মসজিদ মাদ্রসার উন্নয়নকল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আজমাল হোসেন প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর জামায়াতে আমীর ও নারিচা মশুরিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলহাজ্ব হযরত মাওলানা গোলাম আযম খান। প্রধান বক্তা হিসেবে আলোচনা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলনা মোঃ নূর মোহাম্মদ সিরাজী।
এই মাহফিলে প্রধান বক্তা হযরত মাওলানা মোঃ নূর মোহাম্মদ সিরাজী এই হিন্দু ধর্মাবলম্বী যুবককে কালিমা পড়িয়ে মুসলমান করেন। মুসলিম ধর্ম গ্রহণ করা যুবক হলেন অমল চন্দ্র রায়(২৩) মুসলিম হিসেবে নতুন নাম রাখা হয়েছে জুনায়েদ আহমেদ। তিনি বর্তমানে আরআরপি ফিড মিলে একজন শ্রমিক হিসেবে কর্মরত। তিনি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার দক্ষিণ মহেশপুর গ্রামের স্বাধীন চন্দ্র রায়ের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন পৌর জামাতের আমীর আলহাজ্ব হযরত মাওলানা গোলাম আযম খান
জানা গেছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মোঃ নূর মোহাম্মদ সিরাজী এর ইসলাম ধর্মের শিক্ষা ও সৌন্দর্য সম্পর্কে আলোচনার বয়ান ও তাফসির শুনে সে নিজের জীবনকে ইসলামের পথে পরিচালিত করার সিদ্ধান্ত নেন। শুধু তাই নয় মুসলিম হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে জুনায়েদ আহমেদ বলেন, অনেক আগে থেকেই ইসলামের প্রতি একটা অন্যরকম টান ছিল। নামাজের সময় মসজিদের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। পরে এখানে মাহফিল হবে শুনে অনেকদিন আগেই এ সিদ্ধান্ত নিয়ে আজ মাহফিলে উপস্থিত হয়ে শত শত মুসলিম ভাইদের সামনে আমি ইসলাম ধর্ম গ্রহন করি। পরে মাহফিলে উপস্থিত ইসলামী আলেমরা তাদের ধর্মান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন এবং তাদের ইসলামি জীবনযাত্রার প্রাথমিক দিকনির্দেশনা দেন।
ভিডিও: