মঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি
শিবিরের প্রতিটি কর্মীকে সবচেয়ে মেধাবী যোগ্যতাসম্পন্ন হতে হবে

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ২৭, ২০২৪ ১১:০৫ অপরাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম বলেছেন, সকল ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে সবচেয়ে মেধাবী ও যোগ্যতাসম্পন্ন হতে হবে। শিবিরের প্রত্যেক কর্মীকে পড়ার টেবিলে ও ময়দানে সমান ভূমিকা পালন করতে হবে, সাধারণ ছাত্রদের মধ্যে ছাত্রশিবিরের কর্মীদেরকেই নেতৃত্ব দিতে হবে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ঈশ্বরদীর দারুস সালাম ট্রাস্ট মিলনায়তনে পাবনা জেলা পশ্চিম শাখার উদ্যোগে ‘থানা ও ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে’’ এসব কথা বলেন।
ছাত্রশিবিরের পাবনা জেলা পশ্চিম সভাপতি মো. ইসরাইল হোসেন শান্তর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম আরো বলেন, বাংলাদেশের মানুষের কাছে ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ সংগঠনের নাম।

মঞ্জুরুল ইসলাম বলেন, শিবিরের একজন ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীলকে ধার্মিক ও জ্ঞানী হতে হবে। কারণ আমাদের আন্দোলনের মূল লক্ষ্য মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন, এর বাইরে অন্য চিন্তা নেই। তাই দেশের প্রতিটি ছাত্রের কাছে ইসলামী ছাত্রশিবিরের দাওয়াত পৌঁছে দিতে হবে। নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে শিবিরের প্রতিটি কর্মীকে প্রচুর পড়াশোনা করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর পাবনা জেলা তালিমুল কোরআন সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী পৌর আমির মো. গোলাম আজম, ছাত্রশিবিরের পাবনা শহর সভাপতি মো. ফিরোজ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের পাবনা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি মো. মাহফুজুর রহমান, মো. সাইফুল ইসলাম, জেলা পশ্চিম সেক্রেটারি আবুল কালাম আজাদ, সাবেক সেক্রেটারি মো. নাজিমুদ্দিন জেম, মো. রাফিউল ইসলাম, জেলা পশ্চিম প্রশিক্ষণ সম্পাদক মো. বাকিবিল্লাহ ও জেলা সাবেক শিক্ষা সম্পাদক মো. জামিলুর রহমান সবুজ।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ