বৃহস্পতিবার , ২১ অক্টোবর ২০২১ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদী বাজারে তরুণী ছিনতাইকারী আটক : স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ২১, ২০২১ ২:৪৯ অপরাহ্ণ
ঈশ্বরদী বাজারে তরুণী ছিনতাইকারী আটক : স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত

ঈশ্বরদীতে এক জুয়েলার্সের মালিককে ছুরিকাঘাত করে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে কণিকা খাতুন (১৯) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী বাজারের চাঁদ আলী মোড়ে ‘মিঠু জুয়েলার্স’ নামে স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত জুয়েলার্সের মালিক মোস্তাফিজুর রহমান ওরফে মিঠু জোয়ার্দ্দারকে (৫৪) প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাজারের ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত তরুণী বাজারের ‘মিঠু জুয়েলার্স’ নামের দোকানে গিয়ে স্বর্ণের চেন কিনতে চান। তাঁকে চেনটি দেখানোর সুযোগে কিছুক্ষণ পর হঠাৎ সে দৌড়ে পালানোর চেষ্টা করলে জুয়েলার্সের মালিক মিঠু জোয়ারদার তরুণীর হাত চেপে ধরে আটকানোর চেষ্টা করেন। এ সময় তরুণী একটি ধারালো চাকু দিয়ে জুয়েলারি মালিক মিঠু জোয়াদ্দারের পেটে আঘাত করে। এতে মিঠু জোয়াদ্দার গুরুতর আহত হন। এসুযোগে তরুণী দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে চাকুসহ আটক করে পুলিশে সোপর্দ করেন। অপরদিকে গুরুতর আহত মিঠু জোয়ার্দ্দারকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তরুণীর বয়স ও সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে আমরা তার পরিচয় ও ঠিকানা প্রকাশ করতে চাচ্ছি না।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ৬ মাস আগে কণিকা খাতুনের বিয়ে হয়েছে। এবার সে বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁর পরিবার থেকে দাবি করা হয়েছে সে কিছুটা মানসিক অস্থিরতায় রয়েছে। ছুরিকাঘাতের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সর্বশেষ - ঈশ্বরদী