পাবনার ঈশ্বরদী রেলগেটে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, ট্রাক ভাঙচুর ও রেললাইনে অগ্নিসংযোগের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) ঈশ্বরদী থানার এসআই সুব্রত কুমার বাদী হয়ে এ মামলা করেন।
আসামিরা হলেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদি হাসান (৩৫), পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল (৪৫), শৈলপাড়া এলাকার রুবেল (২৫), পশ্চিম স্কুলপাড়ার রিপন ওরফে চায়না রিপন (৩৫), শৈলপাড়ার শাহিন (৪৬), শৈলপাড়ার মামুন হোসেন (৩০), উত্তর পিয়ারাখালির রাশেদুল ইসলাম (৪৫) এবং স্কুলপাড়া মুচিপাড়া এলাকার মিলন রবিদাস ওরফে মুচি মিলন (২৭)।
জানা যায়, অবরোধের সমর্থনে বিএনপির ২০-২৫ জন যুবক রেলগেটে এসে পরপর ৬টি ককটেল নিক্ষেপ করে। এরপর রেল লাইনের ওপর আগুন জ্বালিয়ে অবরোধের সমর্থনে স্লোগান দেয়। রেলগেটের কাছে একটি ট্রাকের হামলা চালিয়ে সামনে গ্লাস ভাঙচুর করে। বিকট শব্দে পর পর ককটেল বিস্ফোরিত হলে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। মুহূর্তেই রেলগেট থেকে শুরু করে বাজার এবং শহরের প্রধান প্রধান সড়কের সকল দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রাণভয়ে সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করে।
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।