ঈশ্বরদীতে নৌকায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও একটি নৌকা উদ্ধার করেছে লক্ষীকুন্ডা নৌ পুলিশ। নৌ পুলিশের পুলিশ সুপার রুহুল কবির খানের নির্দেশনায় রবিবার (৮ অক্টোবর) দুপুরে পদ্মা নদীর রঘুনাথপুর নামক স্থান থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমদাদুল হক জানান, নদীতে পুলিশ টহলরত অবস্থায় একটি নৌকাকে সন্দেহ করে ধাওয়া করে পুলিশ। এসময় নৌকার মাঝি নৌকাটি রেখে পালিয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে নৌকার ভেতর থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। তিনি জানান, এ বিষয়ে আইনগত প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।