পাবনার ঈশ্বরদীতে শনিবার দিবাগত রাত থেকে বৃষ্টি হচ্ছে। শুধু ঈশ্বরদী নয়, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে। এদিকে বৃষ্টিতে ভিজে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও ইপিজেডের দিকে যেতে হয়েছে চাকুরিজীবীদের। উপজেলা সদরের কিছু কিছু সড়কে পানি জমেছে।
ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, শনিবার দিবাগত রাত ৩টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঈশ্বরদীতে ২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই এ বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলেছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে।