শুক্রবার , ২৯ এপ্রিল ২০২২ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদীর ঈদ বাজার: ভিড় বেশি, বিক্রি কম

প্রতিবেদক
বার্তা কক্ষ
এপ্রিল ২৯, ২০২২ ৭:৫৫ অপরাহ্ণ
ঈশ্বরদীর ঈদ বাজার: ভিড় বেশি, বিক্রি কম

বাজার প্রায় ফাঁকা, বৃহস্পতিবার দুপুর তিনটার ঈশ্বরদী বাজারে চিত্র এটি।


ঈদ যত এগিয়ে আসছে দোকানে তত ভিড় বাড়ছে ক্রেতাদের। ঈশ্বরদীর ফুটপাত থেকে মার্কেটের সব জায়গাতেই মানুষের সমাগম। দেখেশুনে, দরদাম করে ক্রেতারা কিনছেন পোশাক ও আনুষঙ্গিক সব সামগ্রী।

ব্যবসায়ীরা বলছেন, গত দুই বছর করোনাভাইরাস মহামারির নানা বিধিনিষেধের কারণে ঈদের সময়ও তেমন ব্যবসা হয়নি। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অনেকে। তাই এ বছর ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়ার আশা করছেন তারা।

ঈশ্বরদী বাজার ঘুরে দেখা যায়, দোকানে দোকানে সাজিয়ে রাখা আছে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধদের নানা ডিজাইনের ও রঙের পোশাক।

মার্কেট মালিক ও ব্র্যান্ডের দোকানের মালিকদের অভিযোগ, প্রচুর মানুষ দোকানে আসছেন। কাপড় দেখছেন কিন্তু কিনছেন কম।

দোকান মালিকরা জানান, ব্র্যান্ডভেদে দেশি কাপড়ের থ্রি পিস বিক্রি হচ্ছে ১৫৫০ থেকে ৩৪৯০ টাকায়, ভারতীয় থ্রি পিস বিক্রি হচ্ছে ৩৮৫০ থেকে ১২৫০০ টাকায়। ছেলেদের পাঞ্জাবি ১৪৫০ থেকে ১০০০০ টাকায়, ভারতীয় শার্ট ১৪৪০ থেকে ৩৫০০ টাকায় এবং প্যান্ট ১৫০০ থেকে ৫০০০ টাকায় বিক্রি হচ্ছে।

একুশে বুটিকের স্বত্বাধিকারী মাসুম পারভেজ কল্লোল বলেন, ‘এবারে নারীদের পোশাকের প্রধান আকর্ষণ সারাড়া ও গারারা। ১২০০ থেকে ৬০০০ টাকায় এগুলো বিক্রি হচ্ছে। এর মধ্যে আবার দেশি, ইন্ডিয়ান ও পাকিস্তানি ভাগ রয়েছে।

‘ছেলেদের জন্য নতুন ডিজাইনের শার্ট, টি-শার্ট, ফতুয়া, প্যান্ট তোলা হয়েছে। মার্কেটে ক্রেতা আছে তবে বিক্রি নেই। আশা করছি ঈদের আগে কোনোমতে টার্গেট ফিলআপ হবে।’

ঈশ্বরদীর বিভিন্ন ব্রান্ডের পরিবেশকরা বলেন, ‘যারা ব্র্যান্ডের পোশাক পছন্দ করেন তাদের জন্য আমরা ঈশ্বরদী এই দোকান এনেছি। এখানে রুচিসম্পন্ন পোশাক পাওয়া যাচ্ছে।

‘করোনার কারণে আমরা দুই বছর আশা অনুযায়ী ব্যবসা করতে পারিনি। এবার ভালো ব্যবসার আশা করছি। মার্কেটে মানুষের সমাগমও আছে কিন্তু ক্রেতা নেই।’

 অভি গার্মেন্টসের মালিক অভি জানান, সর্বশেষ ২০১৯ সালে তারা ঈদে ভালো ব্যবসা করতে পেরেছেন। প্রতিদিন গড়ে ১ লাখ টাকার কাপড় বিক্রি হয়েছে। ২০২০ সালে করোনায় তেমন ব্যবসা হয়নি। ২০২১ সালে ১৭ দিন ব্যবসার সুযোগ পেয়েছেন। সে সময় গড়ে প্রতিদিন ১০ থেকে ২০ হাজার টাকার বিক্রি হয়েছে।

তিনি আরও বলেন, ‘এ বছর ঈদ মৌসুমে গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার টাকার পোশাক বিক্রি হচ্ছে। মানুষের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় ব্যবসা কমে গেছে।’

ক্রেতারা বলছেন, দাম নাগালের বাইরে হওয়ায় তারা ইচ্ছা থাকলেও পছন্দের পোশাক কিনতে পারছেন না।

শহরের বাবুপাড়া এলাকার তাহমিনা বেগম বলেন, ‘গত দুই বছর ভালো করে দেখেশুনে দুই ছেলেসহ পরিবারের অন্যদের কাপড় কিনতে পারিনি। তাই এবার ছেলেদের সঙ্গে নিয়ে মার্কেটে এসেছি। তবে কাপড়ের প্রচুর দাম। অনেক কিছুই পছন্দ হয়েছে কিন্তু দাম সাধ্যের বাইরে থাকায় কিনতে পারছি না।’

মার্কেটের ব্যবসায়ীরা অসন্তুষ্টির কথা জানালেও ফুটপাতের ব্যবসায়ীরা জানান, স্বাভাবিকভাবেই তাদের কেনাবেচা চলছে।

পৌরসভা মার্কেটের পাশে ভ্যানে ছেলেদের টি শার্ট, শার্ট বিক্রি করেন আইনুল ইসলাম।
তিনি বলেন, ‘অনেকেই ফুটপাত থেকে কাপড় কিনছেন। আমাদের এখানে ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে শার্ট এবং ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে গেঞ্জি পাওয়া যায়। দামেও সস্তা, মানেও ভালো।

‘ফুটপাতের কাপড় বলে যে খারাপ তা নয়। মানে ভালো, দেখতেও সুন্দর এমন কাপড়ই আমরা তুলেছি। মানুষের কাছে এগুলোর চাহিদাও আছে। এবার ভালো ব্যবসা হবে বলে আশা করছি।’

বাচ্চাদের কাপড় বিক্রেতা ইকবাল মিয়া বলেন, ‘আমার এখানে খুব দামি কাপড় নাই। ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত দামের বাচ্চাদের কাপড় আছে। যারা গরিব মানুষ বা নিম্ন মধ্যবিত্ত তারা তো বড় বড় দোকানগুলাতে যাইতে পারব না। তারা এখান থেকে মনমতো কাপড় কেনে।

‘এবার ব্যবসা রমজানের শুরু থেকেই ভালো। ঈদ পর্যন্ত ভালো বিক্রি হইব।’

ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু জানান, করোনায় দীর্ঘদিন ব্যবসায়ীদের খারাপ সময় কেটেছে। তার প্রভাব এখনও আছে। মার্কেটে বাহারি ও নামি-দামি কাপড় থাকলেও কেনাবেচা হচ্ছে কম।

কাপড়ের দাম বেশি ক্রেতাদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ভারতীয় মাল চেকপোস্ট পার করতে অতিরিক্ত ট্যাক্স দিতে হচ্ছে। তাই সব খরচ শেষে দাম বেড়ে যাচ্ছে।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত

ঈদের আগে ঈশ্বরদীতে বেড়েছে গরু চুরি

ঈশ্বরদীতে রাতের অন্ধকারে ট্রাকে ধাক্কা :  মোটরসাইকেল আরোহীর মৃত্যু

উপজেলা চত্বরে মুরগি প্রবেশ করায় আটকে রাখলেন ইউএনও

ঈশ্বরদী বাজারে চিনি ১০৫, গম ৫২, আটা ৬৫ টাকা কেজি

ঈশ্বরদী বাজারে চিনি ১০৫, গম ৫২, আটা ৬৫ টাকা কেজি

নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদী-ট্রেনে উঠতে গিয়ে বাবার সামনে প্রাণ গেলো বিশ্ববিদ্যালয়ছাত্রের

ঈশ্বরদী-ট্রেনে উঠতে গিয়ে বাবার সামনে প্রাণ গেলো বিশ্ববিদ্যালয়ছাত্রের

খন্ডকালীন শিক্ষক দিয়ে পাঠদান
ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজ : এইচএসসিতে পাশ মাত্র তিন জন

ঈশ্বরদীতে ছিনিয়ে নেওয়া ব্যালট বাক্স উদ্ধার

আগামীকাল শনিবার বেলা ১২টা পর্যন্ত ঈশ্বরদী বাজার বন্ধ

আগামীকাল শনিবার বেলা ১২টা পর্যন্ত ঈশ্বরদী বাজার বন্ধ

ঈশ্বরদী-রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া যাত্রীকে জরিমানা করে টিটিই বরখাস্ত

ঈশ্বরদী-রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া যাত্রীকে জরিমানা করে টিটিই বরখাস্ত

error: Content is protected !!