আজ পহেলা আষাঢ়, বর্ষা ঋতুর প্রথম দিন। ঋতু বৈচিত্র্যে দেশের প্রকৃতি সেজেছে নতুন সাজে। তাই, বর্ষার প্রথম দিনেই সুর সঙ্গিতের মূর্ছনায় আষাঢ়কে বরণ করে নিলো উদীচি শিল্পগোষ্ঠী। ভোর থেকেই শুরু হয় বর্ষা উৎসব। ছিলো বর্ষার গান, নাচ ও আবৃত্তি। জীবন ও পরিবেশের সমন্বিত মিলনমেলায় সৃষ্টি হয় প্রানের স্পন্দন।
আয়োজকরা জানান, অসাম্প্রদায়িক বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতেই, বর্ষা উৎসবের আয়োজন।
গ্রীষ্মের তাপদাহে সবাই চায় একটু শীতলতা। তাই এভাবে বর্ষার জলে শিক্ত হওয়ার কামনায়, নাচে গানে আয়োজন করা হয় বর্ষা উৎসবের।