মঙ্গলবার , ২৫ এপ্রিল ২০২৩ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

তীব্র গরমে ঈশ্বরদীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে শয্যা সংকট

প্রতিবেদক
বার্তা কক্ষ
এপ্রিল ২৫, ২০২৩ ১:২১ পূর্বাহ্ণ

পাবনার ঈশ্বরদী হাসপাতালে হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। চিকিৎসকরা বলছেন তীব্র গরম এবং রমজানের পর পবিত্র ঈদুল ফিতরে অতি প্রোটিনযুক্ত খাওয়ার অনিয়মের কারণে এ সমস্যা হয়েছে। এদিকে হাসপাতালে দুই দিনে গড়ে ২৪ জন রোগী ভর্তি হয়েছে।

জানা গেছে, ঈশ্বরদী ৫০ শয্যার হাসপাতালের একটি ওয়ার্ড ঈদের ছুটির জন্য বন্ধ রাখায় অনেক রোগীই ফিরে যাচ্ছে। আবার কেউ কেউ চিকিৎসাপত্র নিয়ে বাড়িতে রয়েছেন। সরকারি হাসপাতাল ছাড়াও প্রাইভেট ক্লিনিক ও ডাক্তারের চেম্বারে সবচেয়ে বেশি সংখ্যক ডায়রিয়া রোগী চিকিৎসা গ্রহণ করেছেন।

গত কয়েকদিন ধরেই ঈশ্বরদীর ওপর দিয়ে বইছে তীব্র এবং অতি তীব্র তাপপ্রবাপ। এ মৌসুমে ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ থেকে ৪৩ ডিগ্রি পর্যন্ত রেকর্ড হয়েছে। শনিবার ও রবিবার গরমের উত্তাপ কিছুটা কমলেও বৃষ্টির দেখা মেলেনি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় অসহনীয় গরমে মানুষের জীবন ওষ্ঠাগত। এরিমধ্যে চলেছে পবিত্র রমজান।

চিকিৎসকরা বলছেন, রমজানে ভাজা-পোড়া খাবার খেতে হয়েছে। এক মাস রোজার পর ঈদের দিন তিন বেলা ভালো খাবার খেয়ে অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

গত রবিবার (২৩ এপ্রিল) দুপুর একটার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়ার আলাদা কোন ওয়ার্ড নেই। দোতালার ২টি ওয়ার্ডে অন্যান্য রোগীর পাশাপাশি ডায়রিয়া রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ১টি বেডে দুই জন রোগীকে এবং ফ্লোরেও তীব্র গরমের মধ্যে চিকিৎসা নিতে দেখা গেছে। ঈদের ছুটির কারণে ৩য় তলার ১৯ শয্যার ওয়ার্ডটিও বন্ধ রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার দেখা গেলেও ওয়ার্ডে নার্স ছাড়া কোন ডাক্তার পাওয়া যায়নি।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিতা ও দিপ্তী বিশ্বাস জানান, ঈদের দিন থেকে রবিবার দুপুর পর্যন্ত হঠাৎ করেই ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। ২য় তলার দুটি ওয়ার্ডে সকল বেডে রোগী ভর্তি আছে। এমনকি এক বেডে দু’জন রোগীও রয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র বলেন, ‘রমজান মাসের রোজা রাখি। হঠাৎ রবিবার সকাল থেকে পেটের ব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়। হাসপাতালে যোগাযোগ করে পরামর্শ নিয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছি। আমার বড় বোনও অসুস্থ হয়ে শনিবার রাতে হাসপাতালে ভর্তি হয়ে স্যালাইন ও চিকিৎসা নেওয়ার পরে সুস্থ হয়ে বাড়িতে এসেছে।’

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসার ডা. আসমা খান বলেন, ‘রোজার পর তীব্র গরম ও হাই প্রোটিন খাওয়ার জন্য ডায়রিয়ার প্রকোপ বেড়েছে।’

হাসপাতালের শয্যা সংকটের বিষয়ে ডা. আসমা জানান, যে ওয়ার্ডটি বন্ধ রয়েছে, তা খুলে দেওয়া হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
চালু হচ্ছে সবার জন্য ‘পেনশন’

চালু হচ্ছে সবার জন্য ‘পেনশন’

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
আমি বাংলাদেশের ‘বাজপাখি’: মার্টিনেজ

ঈশ্বরদীতে নারীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা, সন্দেহভাজনদের খুঁজছে পুলিশ

একজন মানবিক ও কর্মঠ আনসার ভিডিপি প্রশিক্ষক এরশাদ আলী

একজন মানবিক ও কর্মঠ আনসার ভিডিপি প্রশিক্ষক এরশাদ আলী

আতঙ্কিত পদ্মা পাড়ের বাসিন্দারা 
ঈশ্বরদীতে পদ্মায় বালু উত্তোলন, হুমকিতে বাঁধ

ঈশ্বরদীর লক্ষিকুন্ডায় বিশাল পথসভা
জামায়াত শান্তিপূর্ণ সংগঠন, প্রতিশোধের রাজনীতি করে না- আবু তালেব মন্ডল

পাবনা-৪
ঈশ্বরদী-আটঘরিয়ায় কে হচ্ছেন নৌকার মাঝি?

দুই জঙ্গি ছিনতাই : তদন্তে আরও সময় চায় কমিটি

দুই জঙ্গি ছিনতাই : তদন্তে আরও সময় চায় কমিটি

ঈশ্বরদীতে নকল প্রসাধনী জব্দ, ১ লাখ টাকা জরিমানা আদায়

একশ বছর পার করেও ‘হার্ডিঞ্জ ব্রিজ’ আজও চির যৌবন

একশ বছর পার করেও ‘হার্ডিঞ্জ ব্রিজ’ আজও চির যৌবন

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>