বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ঈশ্বরদী
  4. করোনাভাইরাস
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. তারুণ্য
  12. দাশুড়িয়া
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পাকশী

ঈশ্বরদী রেলগেট ট্রাফিক চত্বরে শুয়ে থাকা অবস্থায় এক ব্যক্তির মৃত্যু

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
মার্চ ১৬, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীর রেলগেট ট্রাফিক চত্বরে অপরিচিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাফিক চত্বরে শুয়ে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়রা।

বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ ব্যক্তি অপরিচিত। এরআগে তাকে রেলগেট এলাকায় দেখা যায়নি। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ট্রাফিক চত্বরে এসে শুয়ে পড়েন। দীর্ঘসময় তাকে অচেতন অবস্থায় দেখে কৌতূহলবশত একজন তার কাছে গিয়ে দেখতে পায় তার শ্বাস-প্রশ্বাস বন্ধ রয়েছে। পরে পুলিশকে খবর দিয়ে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন বলেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে রেলগেটের ব্যবসায়ীরা জানিয়েছেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় জানা গেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!