বুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ঈশ্বরদী
  4. করোনাভাইরাস
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. দাশুড়িয়া
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদীতে রেলের জমি দখল করে যুবলীগ নেতার পিকনিক স্পট

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় রেলওয়ের জমি দখল করে পিকনিক স্পট তৈরি করছেন ইউনিয়ন যুবলীগের এক নেতা। প্রথমে ছোট একটি কফিশপ বানিয়ে তিনি জমিটি দখলে নেন। পরে পাকা স্থাপনা বানানোর মধ্য দিয়ে পিকনিক স্পট তৈরির কাজ শুরু করেছেন।

অভিযুক্ত ওই যুবলীগ নেতার নাম মোক্তার হোসেন। তিনি উপজেলার পাকশী ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি। যদিও তিনি নিজেকে রেলওয়ের ঠিকাদার ও পাকশী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হিসেবে পরিচয় দেন।

সম্প্রতি সরেজমিন দেখা গেছে, এক পাশে হার্ডিঞ্জ ব্রিজ, অন্য পাশে লালন শাহ সেতু। মাঝখানে কিছু ফাঁকা জায়গা। লালন শাহ সেতুতে উঠতেই ডানে সড়ক ও জনপথ বিভাগের পরিদর্শন বাংলো। বাংলোর হার্ডিঞ্জ ব্রিজমুখী ফটকের সামনে একটি কফিশপ। ওই কফিশপ ঘিরে তৈরি হচ্ছে পিকনিক স্পট। চলছে বসার বেঞ্চ, টেবিল ও ঘর তৈরির কাজ। নাম দেওয়া হয়েছে ‘হার্ডিঞ্জ সেতু পিকনিক স্পট অ্যান্ড লালন শাহ কফিশপ’।

“হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় কোনো পাকা স্থাপনা নির্মাণের প্রশ্নই আসে না। সেখানে কোনো পিকনিক স্পট তৈরির অনুমতিও দেওয়া হয়নি। বিষয়টি তাঁদের জানা ছিল না। দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মো. নুরুজ্জামান, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা”।


স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পিকনিক স্পট তৈরির কাজ চলা জমিটি পশ্চিমাঞ্চল রেলওয়ের। দুই বছর আগে যুবলীগ নেতা মোক্তার হোসেন জমিটির এক কোনায় একটি টংদোকান বানিয়ে দখল শুরু করেন। দিনে দিনে দোকানটির পরিধি বাড়তে থাকে। টংদোকান থেকে তৈরি হয় বিশাল কফিশপ। এরপর পরিধি বাড়িয়ে বানানো হচ্ছে পিকনিক স্পট। ইট দিয়ে চারপাশে সীমানাপ্রাচীর তৈরিসহ নানা স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, যুবলীগ নেতা মোক্তার হোসেন স্থানীয়ভাবে বেশ প্রভাবশালী। তিনি নিজেকে রেলওয়ের ঠিকাদার দাবি করেন। প্রভাব খাঁটিয়ে রেলওয়ের জমিটি দখলে নিয়েছেন। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি দেখেও দেখছে না। অন্যদিকে হার্ডিঞ্জ ব্রিজ এলাকার নিরাপত্তায় নির্মাণাধীন পিকনিক স্পটের মাত্র ১০০ গজ দূরে একটি পুলিশ ফাঁড়ি আছে। দখলের বিষয়টি দেখে পুলিশও কিছু বলেনি।

যুবলীগ নেতা মোক্তার হোসেন বলেন, প্রতিদিন শত শত মানুষ হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু ও রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দেখতে আসেন। কিন্তু সেখানে তাঁদের বসার কোনো ব্যবস্থা নেই। টয়লেটেরও ব্যবস্থা নেই। অনেকে হাতমুখ ধুতে চেয়েও পারেন না। তাই পর্যটকদের কথা ভেবে তিনি জনস্বার্থে পিকনিক স্পটটি তৈরি করছেন। রেলওয়ের জমি ব্যবহারের অনুমতি নিয়েছেন কি না, জানতে চাইলে মোক্তার বলেন, এখনো অনুমতি নেওয়া হয়নি। তবে শিগগিরই আবেদন করা হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় কোনো পাকা স্থাপনা নির্মাণের প্রশ্নই আসে না। সেখানে কোনো পিকনিক স্পট তৈরির অনুমতিও দেওয়া হয়নি। বিষয়টি তাঁদের জানা ছিল না। দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, হার্ডিঞ্জ ব্রিজ অবকাঠামোর নিরাপত্তার বিষয়টি পাকশী ফাঁড়ির সদস্যরা দেখভাল করেন। বিষয়টি দেখভালের দায়িত্ব রেলওয়ের। এরপরও খোঁজ নিয়ে দেখা হবে।

পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, মোক্তার হোসেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নন, সহসভাপতির দায়িত্বে ছিলেন। বর্তমানে দলের কোনো পদে তিনি নেই। দলীয় পরিচয় ব্যবহার করে তিনি অবৈধ কিছু করলে সেই দায়িত্ব তাঁর নিজের, যুবলীগের নয়।

পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফাহিমুল কবির বলেন, এ দখলের সঙ্গে রাজনৈতিক প্রভাবের কোনো যোগসূত্র নেই। তবে তিনি অবৈধ কিছু করে থাকলে অবশ্যই তার ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবী সংগঠন এস গ্রুপ লিমিটেডের মেডিকেল ক্যাম্পেইন শুরু

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবী সংগঠন এস গ্রুপ লিমিটেডের মেডিকেল ক্যাম্পেইন শুরু

ঈশ্বরদী ইপিজেডে প্রতি বছর বাড়ছে রপ্তানি আয়

ঈশ্বরদী ইপিজেডে প্রতি বছর বাড়ছে রপ্তানি আয়

ঈশ্বরদীতে ছাত্রলীগ ও যুবলীগের কার্যালয়সহ ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঈশ্বরদীতে ছাত্রলীগ ও যুবলীগের কার্যালয়সহ ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

১২ বছরে সাপ্তাহিক জনদৃষ্টি বর্ণাঢ্য আয়োজনে উদযাপন

সবাইকে বই কেনার আহ্বান জানালেন নুরুজ্জামান বিশ্বাস এমপি

সবাইকে বই কেনার আহ্বান জানালেন নুরুজ্জামান বিশ্বাস এমপি

ঈশ্বরদীতে কম খরচে গমের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঈশ্বরদীতে হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঈশ্বরদীতে হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ঈশ্বরদী অসামঞ্জস্যপূর্ণ গান, ৩ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

ঈশ্বরদী অসামঞ্জস্যপূর্ণ গান, ৩ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে বিধি লঙ্ঘন করে প্রচারণা, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে বিধি লঙ্ঘন করে প্রচারণা, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ঈশ্বরদীতে যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে

ঈশ্বরদীতে যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে

error: Content is protected !!