বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে একশ’ স্কুলে জাতীয় পতাকা উপহার

প্রতিবেদক
বার্তা কক্ষ
নভেম্বর ১৬, ২০২২ ২:০২ অপরাহ্ণ
ঈশ্বরদীতে একশ’ স্কুলে জাতীয় পতাকা উপহার

পাবনার ঈশ্বরদীর ১০০ সরকারি প্রথমিক বিদ্যালয়ে একযোগে ১০০টি জাতীয় পতাকা উপহার দিলেন রেলওয়ের ঈশ্বরদী হেডকোয়ার্টারে কর্মরত রাষ্ট্রীয়ভাবে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত টিটিই আব্দুল আলীম বিশ্বাস মিঠু।

বুধবার দুপুরে (১৬ নভেম্বর) ঈশ্বরদী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঈশ্বরদী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে এই পতাকা তুলে দেন তিনি। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঈশ্বরদীর সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার পি.এম ইমরুল কায়েস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামানের মাধ্যমে সকল প্রধান শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে এই পতাকা হস্তান্তর করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান। বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার পি.এম ইমরুল কায়েস, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আশরাফুল হক, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, যুগ্ম সম্পাদক সেলিম সরদার, সহকারি শিক্ষা অফিসার ফারহানা হক, গোলাম মোস্তফা, জহুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ হামিদ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা কলেজ শিক্ষক মনিরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ প্রমুখ। একযোগে সব স্কুলের জন্য নতুন জাতীয় পতাকা হাতে পেয়ে প্রধান শিক্ষকগণ টিটিই আব্দুল আলীম মিঠুর এই উদ্যোগের প্রতি সম্মান জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ