মঙ্গলবার , ৯ আগস্ট ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীতে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক বিক্রেতা আটক

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ৯, ২০২২ ১:৪২ অপরাহ্ণ
ঈশ্বরদীতে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক বিক্রেতা আটক

ঈশ্বরদীতে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক বিক্রেতা ও তার এক সহযোগীকে আটক করেছে পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী টাস্কফোর্স।

মঙ্গলবার (৯ আগষ্ট) দুপুরে আদালতের মাধ্যমে আটকদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার (৮ আগষ্ট) বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়ায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুষ্টিয়ার মেহেরপুর উপজেলার নিশ্চিন্তপুর থানাপাড়া এলাকার মৃত আজগর আলীর মেয়ে নাজমা বেগম (৩১) এবং ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের গেদু সরদারের ছেলে আজিবুল ইসলাম সরদার (৩৮)।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া এলাকায় অভিযা পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী টাস্কফোর্স। সেখানে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় ওই নারী মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রির নগদ পাঁচ হাজার ২২০ টাকা জব্দ করা হয়। এছাড়া তার এক সহযোগীকেও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

আটকরা নিজেরাই টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে আনতেন। তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ঈশ্বরদী এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, আটক আসামিদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬ (১) সারণির-১০ (ক) ও ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>