মঙ্গলবার , ২৪ মে ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

স্কুলে পাঠদান ছেড়ে নির্বাচনে ঈশ্বরদীর ৩০ শিক্ষক

প্রতিবেদক
বার্তা কক্ষ
মে ২৪, ২০২২ ৮:১৮ পূর্বাহ্ণ
স্কুলে পাঠদান ছেড়ে নির্বাচনে ঈশ্বরদীর ৩০ শিক্ষক

শিক্ষকদের নেতা নির্বাচিত হওয়ার জন্য স্কুলের পাঠদান ছেড়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ঈশ্বরদীর বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক।

আগামী ২৬ মে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার নির্বাচন। এই নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৭ পদে প্রার্থী হয়েছেন ৩০ জন।

গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারণায় শ্রেণিকক্ষের ক্লাস ফেলে এক স্কুল থেকে অন্য স্কুলে ভোট প্রার্থনা করে দল বেঁধে ছুটছেন এইসব শিক্ষকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষক সমিতির নির্বাচনের কারণে ঈশ্বরদীর ৪৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের কোনোটিতেই ঠিকমতো ক্লাস হচ্ছেনা।
সাধারণ শিক্ষকরা জানায়, যেসব স্কুলের শিক্ষকরা প্রার্থী হয়েছেন তাঁরা দল বেঁধে স্কুলে স্কুলে নির্বাচনী প্রচারণায় যাওয়া-আসা করছেন। এ কারণে বাকি স্কুলের শিক্ষকরাও ক্লাসে মনোযোগী হতে পারছে না। প্রার্থীরা যখন ভোট চাইতে স্কুলে আসেন তখন ক্লাস ফেলে প্রার্থী শিক্ষকদের সঙ্গে তাদের‌ও নির্বাচনী আলাপ করতে হচ্ছে ফলে ক্লাসে মনোযোগী হতে পারছেন না তারা। আবার কোনো কোনো প্রার্থী রাজনৈতিক দলের পরিচয় দিয়ে ভোট প্রার্থনা করছেন বলে অভিযোগ রয়েছে।

এসব বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি বলেন, নির্বাচনের প্রচারণার কারণে ক্লাস নিয়মিত করার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। নির্বাচনের পর অতিরিক্ত ক্লাশ নিয়ে কাভারেজ করার চেষ্টা করবো।

ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার এ বিষয়ে বলেন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সকল শিক্ষকের স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে হবে। প্রতিদিন আমরা বিভিন্ন স্কুলে গিয়ে এ বিষয়টা পর্যবেক্ষণ করে শিক্ষকদের স্কুলে পেয়েছি। বিকেল ৪টার পর তারা নির্বাচনী প্রচারণায় গেলে আমাদের কিছু বলার নেই।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>