বৃহস্পতিবার , ৭ এপ্রিল ২০২২ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ইটভাটার আগুনে পড়ে প্রাণ গেলো শ্রমিকের

প্রতিবেদক
বার্তা কক্ষ
এপ্রিল ৭, ২০২২ ১:২০ অপরাহ্ণ
ইটভাটার আগুনে পড়ে প্রাণ গেলো শ্রমিকের

ঈশ্বরদীতে ইটভাটার আগুনে পুড়ে শিমুল ইসলাম (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১টায় তার মৃত্যু হয়।

শিমুল ইসলাম ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের চরকদিমপাড়া গ্রামের আলাউদ্দিন প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে ইটভাটার ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন শিমুল। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুল এলাকার আবুল কাশেমের মালিকানাধীন কেবি ব্রিকসে কাজ করতেন। মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের পর কাজ করা অবস্থায় ভাটার আগুনের মধ্যে পড়ে যান শিমুল।

শিমুলের বাবা আলাউদ্দিন প্রামাণিক জানান, ভাটার আগুনে পড়ে শিমুলের পা থেকে গলা পর্যন্ত শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।

তিনি আরও বলেন, ‘ইটভাটায় কাজ করা অবস্থায় শিমুল কীভাবে ভাটার আগুনের মধ্যে পড়ে গেছে তা কেউ পরিষ্কারভাবে বলতে পারেনি। তার মৃত্যুর বিষয়ে প্রথমে পুলিশের কাছে মৌখিক অভিযোগ করা হলেও পরে তা তুলে নেওয়া হয়েছে।’

এ বিষয়ে রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, শিমুলের মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া যাবে।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ