শনিবার , ৫ নভেম্বর ২০২২ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
নভেম্বর ৫, ২০২২ ৮:০৯ পূর্বাহ্ণ
ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকের আলোকে পাবনার ঈশ্বরদী উপজেলায় শনিবার ৫১ তম জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী সংগঠক ও প্রশাসনের কর্মকর্তারা উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে বেলা ১০টায় র‌্যালি বের করেন। ফিরে এসে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েশের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস।

সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় আন্দোলনকে দেশের উন্নয়নের অন্যতম প্রায়োগিক পদ্ধতি হিসেবে বিবেচনা করেছিলেন। দেশের কৃষিসহ অন্যান্য উৎপাদনে বিনিয়োগ, উৎপাদিত পণ্যের বিপণন ও ন্যায্য মূল্য প্রাপ্তি, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে সমবায় খুবই কার্যকরী একটি পদ্ধতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠনের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে সমবায় আন্দোলনকে বেগবান করতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুদ রানা, পৌরসভার প্যানেল মেয়র মেয়র আবুল হাসেম, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বেউল্লাহ মানিক, আওতাপাড়া সমবায় সমিতির সভাপতি পারভীন আক্তার, ফ্রেন্ডস ৮৩ সমিটির সভাপতি মনোয়ার হোসেন প্রমুখ।

সবশেষে অনুষ্ঠানে স্বপ্নীল সঞ্চয় ঋণদান সমবায় সমিতি, প্রমিনেন্ট সেভিংস বহুমুখী সমবায় সমিতি ও কাব্য সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি শ্রেষ্ঠ করদাতার মর্যাদা লাভ করায় ক্রেস্ট দেওয়া হয়।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!