সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদী সরকারি কলেজে মহান বিজয় দিবস উদযাপন

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
ডিসেম্বর ১৬, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ

ঈশ্বরদী সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস-২০২৪ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম. রবিউল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোছাঃ হাফিজা খাতুন, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

পতাকা উত্তোলনের পর বিএনসিসি’র তত্ত্বাবধানে অধ্যক্ষ মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার গ্রহণের পর অধ্যক্ষের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল দশটায় কলেজের মাঠপ্রাঙ্গণে ছাত্রীদের জন্য আয়োজন করা হয় “বাজনা থামলে বলটি কোথায়?” শীর্ষক একটি খেলা। এতে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পরবর্তীতে, একদল শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় ডিসপ্লে অনুষ্ঠান। বিভিন্ন দেশাত্মবোধক গানের তালে তারা দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশন করে।

এরপর একাদশ, দ্বাদশ ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয় একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে দশটি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে বিবিএ দলের শিক্ষার্থীরা একাদশ শ্রেণির মানবিক বিভাগের দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে অধ্যক্ষ প্রফেসর এস.এম. রবিউল ইসলাম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষ হয় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন, যা উপস্থিত সকলের মন জয় করে।

মহান বিজয় দিবসের এ উদযাপন মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমকে নতুনভাবে স্মরণ করিয়ে দেয়।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>