শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদী সরকারি কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটালো দুর্বৃত্তরা

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১:১০ পূর্বাহ্ণ

ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামের ত্রিমোহনী এলাকায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর ) সন্ধ্যায় ঈশ্বরদী সরকারি কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে হাতুড়ি পিটানোর ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরমিরকামারি গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে রাতুল (১৮) নামে ওই শিক্ষার্থীকে কয়েকজন অপরিচিত ব্যক্তি দুইটি মোটরসাইকেল ও একটি অটোতে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে একটি নির্জন অপরিত্যক্ত রাইস মিলে নিয়ে হাতুড়ি দিয়ে নির্মম ভাবে মারধর করে। আহত রাতুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা শফিকুল ইসলাম শামীম জানান, রাতুলের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি তবে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঈশ্বরদী