সোমবার , ৮ আগস্ট ২০২২ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বর্ণকার দগ্ধ

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ৮, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ
ঈশ্বরদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বর্ণকার দগ্ধ

ঈশ্বরদী উপজেলায় একটি জুয়েলারির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উজ্জ্বল কর্মকার (৪২) নামের এক স্বর্ণকার দগ্ধ হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ সোমবার ( ০৮ আগস্ট ) দুপুরে পৌর শহরের ঈশ্বরদী বাজার ( চাঁদ আলী ) মোড়ের রত্না জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উজ্জ্বল কর্মকার জুয়েলারির কাজের পাশাপাশি সোনা ঝালাইয়ের কাজে ব্যবহৃত মিনি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন। তাঁর দোকানে এ ধরনের শতাধিক সিলিন্ডার ছিল। আজ বেলা একটার দিকে তিনি একটি সিলিন্ডার দিয়ে সোনা গলানোর কাজ করছিলেন। হঠাৎ সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এরপর দোকানে থাকা অন্য সিলিন্ডারগুলো বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে উজ্জ্বল দগ্ধ হন। বাজারের লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে দগ্ধ উজ্জ্বল কর্মকারের শরীরের ১৫ শতাংশ ঝলসে গেছে। তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল বলেন, প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে দোকানের কিছু অংশ পুড়ে গেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত।

ঈশ্বরদীর আমবাগান পুলিশ ফাঁড়ির পরিদর্শক রুহুল আমিন বলেন, আগুনের খবর ছড়িয়ে পড়ায় বাজারের ব্যবসায়ী ও উৎসুক জনতা সেখানে ভিড় করে। এতে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাজারের অন্য কোনো দোকানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ভিডিও :

https://www.facebook.com/100009486166615/videos/452100236875290/

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!