বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর ২০২১ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

সুবিধাবঞ্চিতদের সঙ্গে ঈশ্বরদীর শুভসংঘের বনভোজন

প্রতিবেদক
বার্তা কক্ষ
ডিসেম্বর ১৬, ২০২১ ৫:৩৩ অপরাহ্ণ
সুবিধাবঞ্চিতদের সঙ্গে ঈশ্বরদীর শুভসংঘের বনভোজন

‘মেলা দিন পরে দুইপারে পেট ভরি খাইছি গো বাপ, এখন কম্বল পালি শীতে বাঁচতাম’এভাবেই নিজেদের অনুভূতির কথা জানালেন রেলস্টেশনে ও পরের বাড়ির বারান্দায় থাকা সুবিধাবঞ্চিত বয়োবৃদ্ধ আমেনা বেওয়া (৮০), মরিয়ম বেওয়া (৭৮), ছকিনা বেওয়া (৭৫) ও রফিক আলী (৮২)। এদের মতো অর্ধশত সুবিধাবঞ্চিত মানুষ হয়েছিলেন বনভোজনে অতিথি।

আজ বৃহস্পতিবার দুপুরে কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘ ঈশ্বরদী উপজেলা শাখা কর্তৃক মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্ত্রী উপলক্ষে শহরের পিয়ারাখালি ১নং মডেল সরকারি বিদ্যালয় মাঠে বনভোজনের আয়োজন করা হয়। বনভোজনে একই চেয়ার টেবিলে বসে পেট পুরে দুপুরের খাবার খান জুতা সেলাইকারী (মুচি), রিকসাচালক, ভিক্ষুক, পথ শিশু, মাদরাসার শিক্ষার্থী (হাফেজ), সমাজকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার শতাধিক নারী, পুরুষ ও শিশু।

বয়োবৃদ্ধ আমেনা বেওয়া বলেন, খুব সাদের রাদা গো বাপ, চিয়ারে বসি আরামে পেট ভরি খাইছি। স্টিশনে থাকি। খুব ঠান্ডা লাগে। একটা কম্বল দেও তো বাপ। ওম পায়তাম।

আমেনা বেওয়া বলেন, আট ছেলে মেয়ের মধ্যে এখন দুইজন বেটা আর এক বেটি। তারা খুব গরিব। সংসার চলে না। তাই আমি মাইসের কাজে চায়ে চিন্তে খাই। আগে রেলের জমিত ঘর ছিলি। তিন বছর হলি সেই ঘর ভাঙ্গি দেছে। এখন স্টিশনে থাকি।
একই সঙ্গে স্টেশনে ও পরের বাড়ির বারান্দায় থাকেন ছকিনা বেওয়া, মরিয়ম বেওয়া আর রফিক আলী।

বয়োবৃদ্ধ রফিক আলী ন্যুয়ে পড়েছেন। মা কে, বাবা কে তা তিনি জানেন না। বিয়ে করেননি। ছেলে মেয়ে সংসার নেই। স্টেশনে থাকেন। স্বাধীনতার পরই তারা সবাই উত্তরের দেশ (রংপুর, গাইবান্দা, বগুড়া) থেকে ঈশ্বরদীতে এসেছেন।

বনভোজনে আমন্ত্রিত অতিথিদের দেখে ও খেয়ে শুভসংঘের প্রশংসা করেছেন সমাজসেবী আক্তার হোসেন নিফা, সাংবাদিক শাহিনুর রহমান বাঁধন, আমাদের ঈশ্বরদীর সম্পাদক দেব দুলাল রায়।

ঈশ্বরদীর জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম সরদার বলেন, কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনটি খুবই প্রশংসনীয়। মানুষের কল্যাণে কাজ করছে। সকলের দৃষ্টি আকর্ষিত হয়েছে। মানুষের কল্যাণে কাজ করার জন্য কালের কণ্ঠ কর্তৃপক্ষ ঈশ্বরদী উপজেলা শুভসংঘের বন্ধুদের বিভিন্ন ভাবে সহযোগিতা করবে বলে আশা ব্যক্ত করেন।

এর আগে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে শুভসংঘের বন্ধুরা শোভাযাত্রা করে শহরের আলহাজ্ব মোড়স্থ বিজয় স্তম্ভে গিয়ে আতংশবাজি ফোটায়, পুষ্প্যমাল্য অর্পণ ও বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করেন।

কালের কণ্ঠ শুভসংঘ ঈশ্বরদী শাখার সভাপতি মাসুম পারভেজ কল্লোলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন কালের কণ্ঠের ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসান, শুভসংঘের সহ সভাপতি আনিসুর রহমান নয়ন, আশেকুল ইসলাম পিয়াস, শাহরিয়ার নাফিজ স্বরণ, সাধারণ সম্পাদক আবুল হাসান মো. সাদিকুল ইসলাম রাসেল, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম রিপন, আবির হোসেন, সাংগঠনিক সম্পাদক নাগিব আহসান আবির, সঞ্জয় চৌধুরী, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম পাপ্পু, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফারজানা ফেরদৌস পুষ্প, আহসানুর রহমান নিসান, জুবায়ের আলম নিবর, মনিরুজ্জামান আলিফ, তানজিদ হাসান রিদয়, মাহিম মেহবার, আলমাস হোসেন, আরাফাত জামান, সাফায়াত কাউছার অপি, শারমিন সুলতানা কাকলী, হ্যাপী গুপ্ত,তরুণ, সঞ্জু, অপু, অন্তু, নাফিজ, সাকিব, আলিফ, ফয়সাল, সুমিত রয়, সাওম, নাইম, মামুদা ইয়াসমিন মিম, সৈকত, শরৎ, জান্নাতুল নুরী নূর, অনামিকা, মীম সিদ্দিক, জিনিয়া, জীবন, সূচনা, শুভ, অনিক, রিজভিন, আবিদ রেজা মৈত্রী, ইমরান প্রমুখ।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!