শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঈশ্বরদীতে মুসুল্লিদের বিক্ষোভ

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ

বিশ্বনবী হযরত মোহাম্মদ (স:) কে অবমাননা এবং তাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসুল্লিরা। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জুম্মার নামাজের পর ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদ ও রেলগেটস্থ খায়রুজ্জামান বাস টার্মিনাল জামে মসজিদচত্বর থেকে নামাজ আদায় শেষে এ বিক্ষোভ মিছিলটি বের করেন উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসুল্লিরা।

এ সময় মুসুল্লিরা বিশ্বনবী হযরত মুহাম্মাদ(সাঃ) কে অবমাননার দায়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানের কঠোর বিচারের দাবিতে প্রতিবাদি নানা স্লোগান দিতে থাকেন। পূর্ব ঘোষণা অনুযায়ী জুম্মা নামাজের পর উপজেলার প্রতিটি মসজিদ থেকে মুসুল্লিরা নামাজ আদায় শেষে মিছিল বের করে বাস টার্মিনাল মসজিদ চত্ত্বরে এসে জমায়েত হতে থাকেন। এ সময় মুসুল্লিদের উপস্থিতিতে বাসটার্মিনাল চত্ত্বর জনজোয়ারে পরিনত হয়।

পরে জমায়েত হওয়া মুসুল্লিরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রেলগেট থেকে শহরের স্টেশন রোড হয়ে ঈশ্বরদী বাজারের প্রধান ফটকে গিয়ে শেষ করেন।

ভিডিও: 

সর্বশেষ - ঈশ্বরদী