শুক্রবার , ২১ জানুয়ারি ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

অধ্যক্ষ ছাড়াই চলছে ঈশ্বরদী সরকারি কলেজ

প্রতিবেদক
বার্তা কক্ষ
জানুয়ারি ২১, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ
অধ্যক্ষ ছাড়াই চলছে ঈশ্বরদী সরকারি কলেজ

ঈশ্বরদী সরকারি কলেজ দুই মাস ধরে অধ্যক্ষ ছাড়াই চলছে ঈশ্বরদী সরকারি কলেজ। ফলে স্থবির হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। এমতাবস্থায় দ্রুত কলেজটিতে অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষকরা।

জানা যায়, গত বছরের ২১ জুলাই অধ্যক্ষ প্রফেসর আব্দুর রহিম বদলি হয়ে যান। এরপর উপাধ্যক্ষ প্রফেসর জাকিরুল হক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ওই বছরের ২১ ডিসেম্বর চাকরি থেকে তিনি অবসরে যান। এরপর পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজা খাতুনকে দায়িত্ব দেওয়া হলেও তিনি সরাসরি অধ্যক্ষ না হওয়ায় বিঘ্নিত হচ্ছে কলেজের প্রশাসনিক কর্মকাণ্ড।

উল্লেখ্য, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও ১২টি বিভাগে অনার্সসহ প্রায় আট হাজার ছাত্রছাত্রী রয়েছে। পাশাপাশি মাস্টার্স কোর্স চালুর প্রক্রিয়াধীন রয়েছে। কলেজে শিক্ষকের পদ ৫৮টি। এর মধ্যে দীর্ঘদিন থেকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদসহ ১৬টি পদই শূন্য রয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, অধ্যক্ষ না থাকায় কলেজে ২৫ জন মাস্টার রোলে বিভিন্ন বিভাগে দাপ্তরিক কাজে নিয়োজিত থাকা কর্মচারী ও দীর্ঘদিন ধরে ১৬টি শিক্ষকের পদ শূন্য থাকায় ১২ জন অতিথি শিক্ষককে বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে। একই কারণে কলেজের প্রশাসনিক কাজসহ একাডেমিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক হাফিজা খাতুন বলেন, আমার হাতে আর্থিক ক্ষমতা না থাকায় প্রশাসনিক কোনো কাজ নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছি।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>