সোমবার , ১ আগস্ট ২০২২ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় এল রাশিয়ান জাহাজ

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ১, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় এল রাশিয়ান জাহাজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর প্রথম মোংলা বন্দরে এসেছে রাশিয়ান পণ্যবাহী জাহাজ। সোমবার (১ আগস্ট) বিকাল ৪টায় রাশিয়ান পতাকাবাহী এম ভি কামিল্লা বন্দরের ৬ নম্বর জেটিতে ভিড়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩৩২৮ দশমিক ২৩৭ মেট্টিক টন মেশিনারিজ পণ্য নিয়ে বিকালে জাহাজটি মোংলা বন্দরে ভিড়েছে। যুদ্ধ সে দেশের অভ্যন্তরীণ বিষয়।

আমাদের দেশের চলমান বড় সব প্রকল্পের মেশিনারিজ বা অত্যাধুনিক যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করা হয়। তাই নিয়ম অনুযায়ী মোংলা বন্দরে আসছে এসব পণ্য। তবে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য কিছুদিন বিরতি থাকলেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ভালো, তাই এখন থেকে নিয়মিতভাবে রাশিয়ান জাহাজে করে পণ্য আসবে।’


২০১৭ সালের ঈশ্বরদী থানার পদ্মা নদীর তীরে রূপপুর পারমাণবিক বিদুৎ
কেন্দ্রের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রের জন্য মোংলা বন্দরে আমদানি হওয়া মেশিনারিজ পণ্যের শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নুরু অ্যান্ড সন্সের মালিক এইচ,এম দুলাল বলেন, ‘গত ২৮ জুন রাশিয়ার তামারুক বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি ছেড়ে আসে। এ জাহাজটিতে ১৩ জন নাবিক রয়েছেন এবং জাহাজে নিজস্ব ক্রেন না থাকায় মোংলা বন্দরের জেটির ক্রেন দিয়ে বিকাল থেকে এই জাহাজের মালামাল খালাস করা হবে। এরপর এ পণ্য সড়ক পথেই যাবে রূপপুর পারমাণবিক কেন্দ্রে।’

দুলাল আরও বলেন, ‘মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ান জাহাজের আগমন এ বন্দরে সাময়িক বন্ধ ছিল। সর্বশেষ ২০২১ সালের ১৮ অক্টোবর রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে এ বন্দরে এসেছিল রাশিয়ান পতাকাবাহী জাহাজ এম,ভি ফেসকো আলিস।’

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!