পাবনার ঈশ্বরদীতে বেশ কয়েকটি ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটারদের মাঝে।রোববার (৭ জানুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাঁড়া মাড়োয়ারী স্কুল অ্যান্ড কলেজ, পিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাজদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ও গোকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশেপাশে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে হয়।
জানা যায়, দুপুর দেড়টার দিকে গোকুলনগর গ্রামে তিন রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে দুর্বৃত্তরা। এসময় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সাঁড়া মাড়োয়ারী স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে মাজদিয়া ইসলামিয়া মাদ্রাসা ও পিয়ারপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশেপাশে দফায় দফায় ককটেল বিস্ফারণ ঘটে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, গুলি ও ককটেল বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।