আসন্ন ঈদুল ফিতরে যাত্রীসেবা নিশ্চিতে রেলওয়ের পশ্চিম জোনের ঈশ্বরদী-পাকশী বিভাগের আওতায় চারটি যাত্রীবাহী ‘ঈদ স্পেশাল’ ট্রেন চালু করা হচ্ছে। দুটি রুটে চলবে এই স্পেশাল যাত্রীবাহী ট্রেন।
এছাড়া ঢাকাগামী আন্তঃনগর তিনটি ও অন্যান্য ট্রেনে অতিরিক্ত কোচ সংযোগ করা হবে। পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহণ কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদের আগে ও পরে ট্রেনে যাত্রীদের প্রচণ্ড ভিড় বাড়ে। যাত্রীদের নিরাপদে যাতায়াতের সুবিধার্থে পাকশী রেল বিভাগে এবার চারটি ইদ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুটি রুটের মধ্যে রয়েছে চিলাহাটি-ঢাকা-চিলাহাটি ও পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়। একই সঙ্গে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস, বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এবং অন্য ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে।