প্রবীনদের সম্মানে এক ব্যতিক্রমী আনন্দভ্রমণ ও বনৎভোজনের আয়োজন করে ‘রহিমপুর মুক্তমঞ্চ’ নামে পাবনার ঈশ্বরদীর একটি সামাজিক সংগঠন!
গতকাল শনিবার দুপুরে রেলওয়ে হার্ডিঞ্জব্রিজ ও লালন শাহ সেতুর নিকটবর্তী কুষ্টিয়া জেলার ভেড়ামারা প্রান্তে পদ্মা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা ‘বিনোদন কেন্দ্র মনিপার্কে এ আয়োজন করা হয়। এই আনন্দ ভ্রমণ ও বনভোজনে ঈশ্বরদীর ২০০ প্রবীণ নাগরিক অংশগ্রহণ করেন। তারা বিনোদন পার্ক ঘুরে বিভিন্ন রাইট ব্যবহার করেন এবং আনন্দ উচ্ছ্বাসে সময় অতিবাহিত। এ সময় তাদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এর আগে প্রবীনদের সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহ-সভাপতি খোন্দকার মাহবুবুল হক, কলেজ অধ্যক্ষ এনামুল হক পাঠান। মুক্তমঞ্চের ‘সদস্য সংগঠক’ আসাদুজ্জামান শিহাবের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করেন দৈনিক বীর বাংলা সম্পাদক ওহিদুজ্জামান টিপু।
পরে বিভিন্ন ইভেন্টে প্রবীণদের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।