শনিবার , ৩ ডিসেম্বর ২০২২ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে বালু ঘাটের দখল নিয়ে আ. লীগের দু-পক্ষের গোলাগুলি, আহত ৪

প্রতিবেদক
বার্তা কক্ষ
ডিসেম্বর ৩, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ
ঈশ্বরদীতে বালু ঘাটের দখল নিয়ে আ. লীগের দু-পক্ষের গোলাগুলি, আহত ৪

পাবনার ঈশ্বরদীতে বালু ঘাটের দখলদারি নিয়ে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের একাধিক পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর পারমাণবিক প্রকল্পের অদূরে পদ্মা নদীর ধারে রেলওয়ে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর মধ্যবর্তী একটি কফি হাউসের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, ঈশ্বরদী শহরের আলীবর্দী খাঁ রোডের হাসান আলির ছেলে যুবলীগ কর্মী মাসুম আহমেদ (৩৭), শহরের আম বাগানের সানোয়ার হোসেনের ছেলে সম্রাট হোসেন (৩৪), মিরাজ (৩০) ও সুইট (৩২)।


ঘটনার প্রতিবাদে ঈশ্বরদী রাত সাড়ে ৭টার দিকে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা থেকে এ ঘটনার জন্য যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল স্থানীয় এমপির ছেলে তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসকে দায়ী করেন।


পুলিশ ও বিভিন্ন সূত্র থেকে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাকশী ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুর সঙ্গে বালুর ব্যবসা নিয়ে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতার মতবিরোধ চলে আসছিল। সাইফুজ্জামান পিন্টু সম্প্রতি বিআইডব্লিউটিএ থেকে পাকশী নদীর বালু কিনে নেয়। ওই বালুতে ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতার ভাগ ছিল। বালুর ভাগ নিয়ে বেশ কিছুদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুর দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বের ফলে বালু উত্তোলনের পর সাইফ্জ্জুমান পিন্টু প্রায় তিন মাস হার্ডিঞ্জ ব্রিজের নিকট বালু স্তূপ করে রাখেন।

এ অবস্থায় শনিবার সকাল থেকে সাইফুজ্জামান পিন্টু এবং প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা জহুরুল মালিথার নেতৃত্বে দু-পক্ষই পৃথকভাবে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর মাঝামাঝি স্থানে বনভোজনের আয়োজন করেন। এ নিয়ে উত্তেজনা শুরু হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উভয় পক্ষের মধ্যে পুনরায় উত্তেজনা শুরু হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এ সময় পদ্মার পাড়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ভাঙচুর ও গোলাগুলি শুরু হয়। এতে রূপপুর প্রকল্পের আশপাশের মানুষ ভয় আতঙ্কিত হয়ে ওঠেন। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু বলেন, ‘পদ্মা নদী ড্রেজিং করে উত্তোলিত বালু তিনি বিআইডব্লিউটিএ নিকট থেকে টেন্ডারে ক্রয় করেছেন। স্থানীয় প্রভাবশালী একটি মহল এ বালু পরিবহন ও বিক্রিতে বাধা দেয়। এ জন্য তিন মাস বালু বিক্রি বন্ধ রয়েছে। পুলিশ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে আজ থেকে বালু বিক্রি শুরুর কথা ছিল। এরই মধ্যে আমাদের ওপর হামলা চালানো হয়।’

জহুরুল ইসলাম মালিথা বলেন, ‘ক্রয় করা এসব বালু সাইফুজ্জামান পিন্টু অনেক আগেই বিক্রি করে দিয়েছেন। এখন যে বালু রয়েছে সেগুলো পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের। সেগুলো দখল করে বিক্রি করার জন্য সাইফুজ্জামান পিন্টু সেখানে লোকজন জমায়েত করেন। আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরাও হার্ডিঞ্জ ব্রিজের পাশের খাওয়া ধাওয়ার আয়োজন করেছিল। সেখানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হবিবুল ইসলাম হব্বুল, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডলসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক চিকিৎসক বলেন, ‘এখানে অসুস্থ অবস্থায় তিনজন এসেছে। তাদের মধ্যে একজনকে রামেকে পাঠানো হয়েছে। আহতদের গুলিবিদ্ধ হওয়ার মতো কিছু মনে হয়নি।’

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের সময় গুলির শব্দ শোনা যায় এবং একটি গাড়িসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘বালুর আধিপত্য নিয়ে পাকশী চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুর সঙ্গে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের বিরোধ। বিরোধীদের জেট ধরে বিরোধের ধরে আজকে সংঘর্ষ ঘটনা ঘটেছে। এই ঘটনা এখনো কেউ মামলা করেননি বা কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত

ফের হার্ট অ্যাটাক হয়েছে সাঈদীর, লাগতে পারে রিং : চিকিৎসক

ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি তমাল অস্ত্র-মাদকসহ র‍্যাবের হাতে গ্রেফতার

ঈশ্বরদীতে দুই বাংলার কবি সাহিত্যিকদের নিয়ে সাহিত্য উৎসব

ঈশ্বরদীতে রোগীর মাকে যৌন হয়রানি, দন্ত চিকিৎসক নয়ন গ্রেপ্তার

ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু, জন্ম নিল নবজাতক

ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু, জন্ম নিল নবজাতক

ঈশ্বরদী সরকারি কলেজে ‘শহীদী মার্চ’ কর্মসূচী পালন

ঈশ্বরদীতে দৈনিক বিজয় পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বিদায় ভারত

যাত্রা শুরু করলো অনলাইন ই-কমার্স প্লাটফর্ম Gadgetxdoctor

বেপরোয়া গতির এক বছরে নিহত ১৫
ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ পরিবহন

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ