শনিবার , ১১ সেপ্টেম্বর ২০২১ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

‘মুখোশ’ দিয়ে কাজে ফিরলেন পরীমণি

প্রতিবেদক
বার্তা কক্ষ
সেপ্টেম্বর ১১, ২০২১ ৬:২৮ অপরাহ্ণ
‘মুখোশ’ দিয়ে কাজে ফিরলেন পরীমণি

চিত্রনায়িকা পরীমণি কাজে ফিরেছেন। শনিবার তরুণ পরিচালক ইফতেখার শুভর ‘মুখোশ’ ছবির মাধ্যমে কাজে ফিরেছেন বলে সমকালকে নিশ্চিত করেন পরীমণি। তবে শুটিং নয়, ‘মুখোশ’ ছবির ডাবিং দিয়ে কাজ শুরু করেছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার শুভ। তিনি জানান, রাজধানীর স্টুডিওতে গত মঙ্গল ও বুধবার ডাবিং করেছেন পরীমণি। পরীমণি বলেন, ‘কাজে ফেরার জন্য মুখিয়ে ছিলাম। কবে ক্যামেরার সামনে ফিরব মাথায় কেবল এই চিন্তাই ছিল। অবশেষে ডাবিং দিয়ে কাজে ফেরা হলো। ভালো লাগছে।

পরীমণি

পরীমণি আরও বলেন, ‘সিনেমার জন্যই দেশের মানুষ আমাকে পরীমণি হিসেবে চিনেছে। তাদের ভালোবাসায় আজকের অবস্থানে আসতে পেরেছি আমি। বিপদে ও সুখে তাদের পাশে পেয়েছি। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ। তাই ভালোবাসার প্রতিদান চলচ্চিত্রের মাধ্যমে দিতে চাই। নিয়মিত কাজ করে যেতে চাই।ভক্ত-শুভাকাঙ্খিরাই নিজের শক্তি, সাহস ও প্রেরণার উৎস বলে জানান মাদক মামলায় সদ্যই কারাগার থেকে মুক্তি পাওয়া পরীমণি।

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘মুখোশ’। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন ইফতেখার শুভ। তার লেখা অপ্রকাশিত একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি।

ছবিতে পরীমণির ছাড়াও রয়েছেন মোশাররফ করিম, ইরেশ যাকের, ফারুক আহমেদ, মেহের আফরোজ রাফা, রাশেদ আল মামুন, রঙ্গিলা সাধু প্রমুখ।

এদিকে ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের অবশিষ্ট অংশের শুটিংয়ের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা জানিয়েছেন নায়িকা পরীমণি। চলতি মাসের শেষ সপ্তাহে রশীদ পলাশ পরিচালিত ছবিটির শুটিং শুরু করবেন তিনি।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>