ঈশ্বরদীর সুনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান ‘সকাল প্রি-ক্যাডেট স্কুল’ থেকে ২০২৪ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সর্বমোট ৪২ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। সাফল্যের ধরাবাহিকতা অব্যাহত রাখার আনন্দে উচ্ছাসিত শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা। সেই আনন্দের ধারায় বাড়তি মাত্র যোগ করতে গতকাল রোববার সকালে স্কুল চত্বরে আয়োজন করা হয় বর্ণিল অনুষ্ঠানের। নেচে-গেয়ে হৈ হুল্লোর, মিষ্টি মুখ, জমকালো আতোশবাজি সহ বর্ণিল আয়োজনে সাফল্যের স্বীকৃতি উদ্যাপন করা হয়। শিক্ষার্থীদের সাথে উৎসব-আনন্দে যুক্ত হয় অভিভাবক ও শিক্ষক/শিক্ষিকারাও।
সকাল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ হেলালুর রহমানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা পরিচালক মহিদুল ইসলামের সার্বিক পরিচালনায় আনন্দ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক টিপু সুলতান, শিক্ষিকা সেলিনা আক্তার পারুল, সীমা খাতুন, মুশফিকা জাহান শিল্পী, পাপিয়া খাতুন, সাবরিনা পারভিন ও রোকেয়া খাতুন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্কুলের সকল অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীদের মিষ্টি মুখ করানো হয়।