শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীতে পথসভা
সবাই মিলে প্রিয় বাংলাদেশকে সাজাতে চাই : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
জানুয়ারি ৪, ২০২৫ ১:২৬ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে প্রিয় বাংলাদেশকে সাজাতে চাই। কোরআনের ভিত্তিতে দেশ যখন সাজবে তখন বাংলাদেশ জান্নাতের বাগানে পরিণত হবে। এদেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নাটোর থেকে কুষ্টিয়া যাওয়ার পথে ঈশ্বরদী উপজেলার নতুন হাট গোলচত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় জামায়াতের আমির আরও বলেন, আমাদের সন্তানরা স্লোগান দিচ্ছে—‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’। এদেশের মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত লড়াই-সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

তিনি বলেন, দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সবসময় প্রস্তুত থাকতে হবে।

এর আগে ডা. শফিকুর রহমানকে ঈশ্বরদীর মুলাডুলি থেকে মোটর শোভাযাত্রা সহকারে উপজেলার নতুন হাট গোল চত্বরে আনা হয়।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও পাবনা জেলার আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, সেক্রেটারি সাইদুল ইসলাম সহ জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীরা।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ