শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

সঞ্জয় চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ‘শূন্যতার অপর পৃষ্ঠা’ প্রকাশিত হচ্ছে

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
ডিসেম্বর ২১, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ

উদীয়মান লেখক সঞ্জয় চৌধুরী তার প্রথম কাব্যগ্রন্থ ‘শূন্যতার অপর পৃষ্ঠা’ শীঘ্রই প্রকাশ করতে যাচ্ছেন। বইটি প্রকাশ করছে বই চত্বর প্রকাশনী। জীবনের গভীর অনুভূতি ও শূন্যতা নিয়ে রচিত এই কাব্যগ্রন্থ ইতোমধ্যেই সাহিত্যপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বইটির প্রচ্ছদ করেছেন পার্থ দিবস চৌধুরী। তিনি বলেন, “বইটির ভাবনার গভীরতা ও সৃজনশীলতা আমাকে অনুপ্রাণিত করেছে। প্রচ্ছদে সেটি তুলে ধরার চেষ্টা করেছি।”

লেখক সঞ্জয় চৌধুরী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “বইটি আমার জীবনের প্রতিচ্ছবি। এটি পাঠকদের হৃদয়ে স্পর্শ করবে এবং নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে বলে আশা করি।”

বই চত্বর জানিয়েছে, “সঞ্জয়ের লেখায় যে গভীরতা ও নতুনত্ব রয়েছে, তা সাহিত্যপ্রেমীদের কাছে সহজেই গ্রহণযোগ্য হবে। আমরা বিশ্বাস করি, এই বইটি পাঠকদের মনের গভীরে দাগ কাটবে।”

‘শূন্যতার অপর পৃষ্ঠা’ ২০২৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাবে। প্রকাশনী কর্তৃপক্ষের মতে, এই বইটি নতুন প্রজন্মের পাঠকদের সাহিত্যচর্চায় অনুপ্রাণিত করবে।

কবি সন্জয় চৌধুরী অনেক বছর যাবত মানাব, কেয়ার ফর হিউম্যানিটি ,হিমু পরিবহন সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের হয়ে স্বেচ্ছা সেবীর কাজ করে যাচ্ছেন ।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ