মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীতে গোপন বৈঠক করার সময় পুলিশের হাতে গ্রেফতার যুব মহিলালীগ নেত্রী

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
ডিসেম্বর ২৪, ২০২৪ ২:০১ পূর্বাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে গোপন বৈঠক করার সময় কহিনুর বেগম(৩৮) নামে এক যুব মহিলালীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার অন্যতম নামীয় আসামী ছিলেন এই যুব মহিলালীগ নেত্রী। তিনি ঈশ্বরদী পৌর যুব মহিলালীগের সাবেক সহ-সভাপতি ও পূর্ব নূর মহল্লা এলাকার মোঃ রকিবুল ইসলামের স্ত্রী। সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের একজন নেত্রীসহ যুব মহিলালীগের আরো ৪/৫ জন কহিনুরের বাড়িতে বোরকা পরিধান করে একটি গোপন বৈঠক করছিলেন। এসময় স্থানীয় বিএনপির লোকজন ও প্রতিবেশিরা তাদের আটক করলে তারা নানারকম হুমকি ধামকি দিতে থাকে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলার নামীয় ১০ নম্বর আসামী যুব মহিলালীগ নেত্রী কহিনুর বেগমকে গ্রেফতার করে।

বেশ কয়েকজন স্থানীয় ক্ষোভ প্রকাশ করে বলেন , বিগত ১০/১৫ বছর দলীয় প্রভাব দেখিয়ে এলাকাতে অনেক অপকর্ম করেছেন এই কহিনূর বেগম। বাড়িতে মাদক ও দেহ ব্যবসাসহ এমন কোন কাজ নাই যা তিনি করতেন না। কেউ প্রতিবাদ করলে তাকে নানারকম হয়রানি করা হয়েছে। দলীয় প্রভাবে এলাকাতে একপ্রকার ত্রাস সৃষ্টি করেছিল এই নেত্রী।

ঈশ্বরদী থানার পরিদর্শক(তদন্ত) মনিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত কহিনূর বেগম ছাত্র আন্দোলনে হামলা মামলার নামীয় আসামী। বাড়িতে গোপন বৈঠক করার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দিলে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ