মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল মামার, হাসপাতালে ভাগ্নে

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
নভেম্বর ৫, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ

মামা-ভাগ্নে দুই মোটরসাইকেল নিয়ে রেস করতে গিয়ে মামা অভি সরদার (২৩) নিহত হয়েছেন। অপরজন ভাগ্নে তাইজুল ইসলাম রাব্বিকে (২৩) আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর লালন শাহ সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভি ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচাড়া সেন্টারপাড়া গ্রামের সুজন সরদারের ছেলে। আহত রাব্বি একই ইউনিয়নের ছিলিমপুর গ্রামের নুরুল হোসেন ঠিকাদারের ছেলে। রাব্বি ঈশ্বরদী সরকারী কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী।

নিহতের চাচা জয় আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, অভি ও রাব্বি সম্পর্কে মামা-ভাগ্নে। সকালে দুইজন দুই মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হন। এরপর তারা পাকশী লালনশাহ সেতুর ওপর উঠে দ্রুত গতিতে রেস শুরু করেন। এক পর্যায়ে পাশাপাশি দু’জনের মোটরসাইকেলে সাজোরে ধাক্কা লেগে দুইজনেই ছিটকে পড়ে যান।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করে। প্রাথমিক চিকিৎসা শেষে আহত রাব্বিকে রাজশাহী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ