ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে ২১০ শিক্ষার্থীকে বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে শহরের আরআরপি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুবীর কুমার দাশ।
ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাহিনা আক্তার, প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান টিপু, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরন, এস এম স্কুল এ্যান্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শাহীন, পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষক নওশাদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মেহেদী হাসান প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।