রবিবার , ৭ জুলাই ২০২৪ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে রথযাত্রা উৎসব

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ৭, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ

উদ্বোধন  |

গালিবুর রহমান শরীফ এমপি প্রতীকী রশি টেনে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন।

পাবনার ঈশ্বরদীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, আলোচনা সভা ও হরিনাম কীর্তনের আয়োজন করা হয়েছে।

শনিবার বিকেল শহরের কর্মকার পাড়া মাতৃ মন্দিরে এ উৎসব হয়। পরে প্রধান অতিথি পাবনা-৪ আসনের সংসদ গালিবুর রহমান শরীফ এমপি প্রতীকী রশি টেনে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন।

এ সময় এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে বসবাস করছি। মহান মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলাম-খ্রিষ্টান-বৈদ্য সবাই অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের জীবনবাজী রেখে যুদ্ধ করেছেন। আর এজন্যই আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হতে পেরেছি।

গালিবুর রহমান শরীফ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছি, এটা অন্য কোথাও নেই। অতীতের সরকারগুলোর সময়ে আপনাদের (সংখ্যালঘু) অনেকের ওপর অন্যায় অত্যাচার হয়েছে। তখন কিন্তু আওয়ামী লীগের কর্মীদের ওপরও অন্যায় অত্যাচার-অবিচার হয়েছে।

বক্তব্য |

বক্তব্য দিচ্ছেন গালিবুর রহমান শরীফ।

তিনি আরও বলেন, আমার প্রয়াত পিতার দেখানো পথ অনুসরণ করে যাবো আমি। আপনাদের যে কোন সমস্যা সমাধানে পাশে থাকবো সব সময়।

ঈশ্বরদী মহিলা কলেজের প্রাক্তন অধ্যাপক স্বপন কুমার কুন্ডু সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন।

সূচনা বক্তব্যে দেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি সুনীল কুমার চক্রবর্তী।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মীর জহুরুল হক পুনো, বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদী শাখার সহসভাপতি ইমরুল কায়েস দারা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন দাস, মন্দির পরিচালনা কমিটির সভাপতি কমল কর্মকার, সাধারণ সম্পাদক মিলন কর্মকার প্রমুখ।

এর আগে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

উদ্বোধনের পরই হাজারো নর-নারী রশি টেনে বাবার বাড়ি থেকে যশোমাধবকে পৌর এলাকার শ্বশুরালয়ে নিয়ে যায়। সেখানে সপ্তাহব্যাপী অবস্থানের পর আবার বাবার বাড়ি আনা হবে উল্টো রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে। রথযাত্রাকে ঘিরে ওই এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।

এ সময় ভক্তরা বলেন, এদিন ভগবান সরাসরি রাস্তায় নেমে আসেন ভক্তদের কৃপা করার জন্য। তারাও আজ এসেছেন ভগবানের কৃপা গ্রহণ করতে সামনের দিনগুলো শান্তিপূর্ণভাবে কাটাতে। জগতের সবার মঙ্গল হোক এমন কামনা করেন তারা।

ভিডিও:

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ