সোমবার , ১ জানুয়ারি ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীতে মৌমাছির কামড়ে ২৫ জন হাসপাতালে

প্রতিবেদক
বার্তা কক্ষ
জানুয়ারি ১, ২০২৪ ২:২২ পূর্বাহ্ণ

প্রতীকী ছবি |


পাবনার ঈশ্বরদীতে মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ২০-২৫ জন। এদের মধ্যে আশংকজন ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার দুপুরে পাবনা ঈশ্বরদীর অরনকোলা বেদুনদিয়ার মোহাম্মাদ ফকিরের মোড়ে এ ঘটনা ঘটে। মৌমাছির কামড়ে আহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খন্দকার শামসুদ্দিন হায়দার।

মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা হলেন সান্টু প্রামাণিক (৫৫), সিরাজুল ইসলাম (৩৫), নুর ইসলাম (২৪), মিনারুল (৪৮), সিহাব ফকির (৩৯), স্বপন (৬০), সামসুজ্জোহা (৬০), সোহেল ফকির (৩৮) ও নিবিরসহ ২০-২৫ জন। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়।

প্রত্যক্ষদর্শী ফোরকান আলী ও শাহিন হোসেন বলেন, ঈশ্বরদীর অরনকোলা বেদুনদিয়ার মোহাম্মাদ ফকিরের মোড়ের একটি গাছে মৌমাছির চাক বসেছে। শনিবার দুপুরে মৌচাকে থাবা দেয় একটি বাজপাখি।

সঙ্গে সঙ্গে মৌমাছির দল বিক্ষিপ্ত হয়ে জনগণকে কামড়াতে শুরু করে। এতে মোড়ের লোকজন ও পথচারীসহ অন্তত অর্ধশত লোক আহত হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসক খন্দকার শামসুদ্দিন হায়দার বলেন, মৌমাছির কামড়ে প্রায় ২০-২৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে সান্টু, মিনারুল, সামসুজ্জোমানের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>