পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী গালিবুর রহমান শরীফ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশী শক্তির রক্ত চক্ষুকে ভয় করে না। আগামী ৭ জানুয়ারী যদি দ্বাদশ সংসদ নির্বাচনে জনগনের ম্যান্ডেট নিয়ে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারেন, তবে শক্ত হাতে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা সামনের দিকে নিয়ে যাবে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধায় ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, গালিবুর রহমান শরীফ একথা বলেন।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে গালিবুর রহমান শরীফ আরও বলেন, বাংলাদেশে কিন্তুু রাজনৈতিক মেরুকরণের দুটি মেরু আছে।একটি হচ্ছে লন্ডনে বসে থাকা তারেক জিয়ার নেতৃত্বের সন্ত্রাসী গোষ্ঠী, যারা জ্বালাও পোড়াও করে, বিভিন্ন অরাজকতা তৈরী করে। তারা এবারের নির্বাচনকে বানচালের ঘোষনা দিয়েছে। ওরা জীবন্ত মানুষ প্রেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করছে, নাশকতা করছে। আমি তারেক জিয়ার সেই কর্মী সমর্থকদের বলতে চাই,আপনারা এগুলো করতে গেলে বিচারের অধীনে আসলে যদি সাধারন জনগনের প্রতিরোধের মুখে পড়েন,তারেক জিয়া লন্ডন থেকে আপনাদের কিন্তুু বাঁচাতে আসবে না। দূর্নীতির দায়ে লন্ডনে পলাতক তারেক জিয়া একটি সুযোগ খুঁজছে। আপনারা দেশে অরাজকতা সৃষ্টি করবেন তারপর প্রধানমন্ত্রী হয়ে লন্ডনে থেকে তিনি বাংলাদেশে ফেরৎ আসবে! এটি বাংলার মাটিতে কোনদিন হবে না। তাই আপনারা বিভ্রাট, ভূ্ল পথে না গিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের পতাকাতলে একতাবদ্ধ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান।
পাবনা-৪ আসনের নৌকার মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফ আরও বলেন, বাংলাদেশ দরিদ্র দেশ ছিল। সেখান থেকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আস্তে আস্তে মর্যাদার আসনে বাংলাদেশকে বসিয়েছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্বপ্ন সোনার বাংলাদেশ গড়বেন। সেই প্রেক্ষাপট থেকে আমি বলতে চাই, আসুন আমরা সবাই সুনাগরিক হয়ে তাকে সহায়তা করি নিজের অবস্থান থেকে।
ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জমসেদ আলী সরকারের সভাপতিত্ব সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম সাধুর সঞ্চালনে বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক, সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবীণ শিরিন পিয়া, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য, এমদাদুল হক রানা সরদার,সাঁড়া ইউনিয়ন নির্বাচন কমিটির আহবায়ক আনেয়ার হোসেন আনা সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আখলাকুর রহমান রিপন, ইউনিয়ন কৃষকলীগের আকবার আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হারুন অর রশীদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি মুস্তফিজুর রহমান স্বজন সরদার, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম তোতা, ছাত্রলীগ সভাপতি আতিক হোসেন, সাধারন সম্পাদক নাঈম সরদার।
তার আগে বিকেল থেকে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নে আসনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসমাবেশে যোগদান করেন। কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে জনসভাস্থল জনকীর্ণ পরিবেশের সৃষ্টি হয়।