বৃহস্পতিবার , ১৪ অক্টোবর ২০২১ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদী উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন ২৮ নভেম্বর

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ১৪, ২০২১ ১১:৫৮ পূর্বাহ্ণ
ঈশ্বরদী উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন ২৮ নভেম্বর

ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার(১৪ অক্টোবর) তৃতীয় ধাপে সারা দেশে ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর, দাশুড়িয়া, মুলাডুলি, লক্ষীকুন্ডা, পাকশী, সাঁড়া ও সলিমপুর ইউনিয়ন পরিষদের নাম রয়েছে।

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আরও ১০টি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে।

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবির খন্দকার।

হুমায়ুন কবির খন্দকার জানান, নির্বাচন কমিশনের ৮৭তম সভায় তৃতীয় ধাপে মোট ১ হাজার ৭টি ইউপিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই দিন ১০টি পৌরসভায়ও ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশন সচিব আরও জানান, ১ হাজার ৭টির মধ্যে ৩১টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের তফসিলে বলা হয়, মনোনয়ন দাখিলের শেষ সময় ২ নভেম্বর, বাছাইয়ের শেষ তারিখ ৪ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর ৮৪৮টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ১১ নভেম্বর এসব ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!