ঈশ্বরদীর লক্ষিকুন্ডা ইউনিয়নের দাদাপুরে পদ্মা নদী থেকে হাত পা বাঁধা অবস্থায় পঁচা দুর্গন্ধযুক্ত অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ঈশ্বরদীর লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমদাদুল হক জানান, শনিবার (২৬ আগস্ট) দুপুরে সংবাদের ভিত্তিতে এসআই সাদেকুল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধারপূর্বক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, লাশটি পঁচে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছিলো। দুর্গন্ধে স্থানীয়রা লাশের বিষয়টি জানতে পেরে নৌ পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ অফিসার সাদেকুল ও তার সঙ্গীয় ফোর্স সকল দুর্গন্ধ উপেক্ষা করে লাশটি উদ্ধার করে। তিনি বলেন, এবিষয়ে পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।