বুধবার , ২ ফেব্রুয়ারি ২০২২ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছেন নায়ক রিয়াজের শ্বশুর

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ২, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছেন নায়ক রিয়াজের শ্বশুর

ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন মডেল মুশফিকা তিনার বাবা ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান (৫৮)। বুধবার (২ ফ্রেরুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডির ৭ নম্বর রোডের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া।

ওসি বলেন, আবু মহসিন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর হন। তিনি নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আবু মহসীন ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। তবে কী কারণে তিনি আত্মঘাতী হয়েছেন সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ধানমণ্ডি থানা পুলিশ।


                                           মৃত্যুর আগে যা বলেন নায়ক রিয়াজের শ্বশুর

‘‘আমি মহসিন । ঢাকায় থাকি। আমার বয়স ৫৮ বছর। কোনো এক সময়ে আমি ভালো ব্যবসায়ী ছিলাম। বর্তমানে আমি ক্যানসারে আক্রান্ত। তাই আমার ব্যবসা কিংবা কোনো কিছুই নেই। ভিডিও লাইভে আসার উদ্দেশ্য হলো, মানুষের বাস্তব অভিজ্ঞতা এবং আমার যে এক্সপেরিয়েন্স, সেটা শেয়ার করলে হয় তো সবাই জানতে পারবে, সবাই সাবধানতা অবলম্বন করবে।’’

‘গত ৩০ তারিখ আমার খালা মারা যান। তার একটি ছেলে আমেরিকায় থাকে, মা মারা গেল অথচ ছেলেটি আসল না। এটা আমাকে অনেক দুঃখ দিয়েছে। কষ্ট লেগেছে।’

‘আজকে আমার আরেকজন খালা মারা গিয়েছেন। তারও একটি ছেলে আমেরিকায় ছিল। অবশ্য তার তিনটা ছেলে ইঞ্জিনিয়ার। তিনজনই বর্তমানে বাংলাদেশে আছেন। তারা হয়তো দাফন–কাফনের কাজ সম্পন্ন করছে। সেদিক দিয়ে বলব, এই খালা অনেকটা লাকি।’

‘আমার একটা মাত্র ছেলে। সে অস্ট্রেলিয়াতে থাকে। আমার বাসায় আমি সম্পূর্ণ একা থাকি। আমার খালা মারা যাওয়ার পর থেকে আমার ভেতরে খুব ভয় করছে।’

‘আমি যদি আমার বাসায় মরে পড়েও থাকি, আমার মনে হয় না যে, এক সপ্তাহ কেউ জানতে পারবে, আমি মারা গেছি।’

‘ছেলেমেয়ে স্ত্রী যাদের জন্য যাই কিছু আমরা করি। আমরা সব কিছু করি সন্তান এবং ফ্যামিলির জন্য।’

‘আপনি যদি একশ টাকা ইনকাম করেন, আয় করেন, তার টোয়েন্টি পারসেন্ট টাকাও আপনি নিজের জন্য ব্যয় করেন না।’

‘যদি টোয়েন্টি পারসেন্ট টাকা আপনি নিজের জন্য ব্যয় করেন, তাহলে ৮০ পারসেন্ট টাকা আপনার ফ্যামিলির জন্য ব্যয় হয়।’

‘গত করোনা শুরুর আগ থেকে আমি বাংলাদেশে আছি। একা থাকা যে কী কষ্ট, যারা একা থাকে, তারাই একমাত্র বলতে পারে বা বোঝেন।’

‘যাদের জন্য আমি বেশি করছি, প্রত্যেকটা লোকের কাছে আমি প্রতারিত হয়েছি। আমার এক বন্ধু ছিল, নাম কামরুজ্জামান বাবলু। যাকে আমি না খেয়ে তাকে খাইয়েছি। সে আমার ২৩ থেকে ২৫ লাখ টাকা মেরে দিয়েছে।’


কিছুই বলছেন না রিয়াজ : আবু মহসিন কেন আত্মহত্যা করলেন, তাৎক্ষণিক এ ব্যাপারে কিছু জানা যায়নি। চুপ করে আছেন রিয়াজও।
এ বিষয়ে জানতে রিয়াজকে ফোন করলে তিনি বলেন, ‘এ ঘটনা নিয়ে এখনই কিছু বলতে পারব না। ’ এটুকু বলেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
২০০৭ সালের ১৮ ডিসেম্বর আবু মহসিনের মেয়ে মডেল মুশফিকা তিনাকে বিয়ে করেন রিয়াজ।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
মারিউপোলের সড়কে সড়কে মরদেহ, ওষুধ-খাবারের হাহাকার

মারিউপোলের সড়কে সড়কে মরদেহ, ওষুধ-খাবারের হাহাকার

এশিয়ার মঞ্চে স্বর্ণ জিতলেন বাংলাদেশের ইমরানুর

এশিয়ার মঞ্চে স্বর্ণ জিতলেন বাংলাদেশের ইমরানুর

দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরের নেপথ্যে

দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরের নেপথ্যে

বিদ্যুতের চাহিদা মিটিয়ে অর্থনৈতিক বিপ্লব ঘটাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বিদ্যুতের চাহিদা মিটিয়ে অর্থনৈতিক বিপ্লব ঘটাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাড়িতে গিয়ে যা জানা গেল
অবন্তীকার আত্মহত্যা : গ্রেপ্তার আম্মানের বাড়ি ঈশ্বরদীতে

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হার বাংলাদেশের
লড়লেন কেবল মাহমুদউল্লাহ

পশ্চিমাঞ্চল রেলওয়ে ট্রেনে বগি সংকট : ভোগান্তিতে যাত্রীরা

পশ্চিমাঞ্চল রেলওয়ে ট্রেনে বগি সংকট : ভোগান্তিতে যাত্রীরা

ঈশ্বরদীতে সুদের টাকা দিতে না পেরে যুবকের আত্মহত্যা

ঈশ্বরদীতে সন্তান প্রসবের পর রক্ত শূন্যতায় প্রসূতির মৃত্যু

বৃষ্টির পর ঠান্ডায় কাবু ঈশ্বরদী, তাপমাত্রা আরও কমবে

বৃষ্টির পর ঠান্ডায় কাবু ঈশ্বরদী, তাপমাত্রা আরও কমবে

error: Content is protected !!