শনিবার , ১৩ নভেম্বর ২০২১ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদীর তিন ইউপিতে বিনা ভোটে চেয়ারম্যান হচ্ছেন আ.লীগের প্রার্থী

প্রতিবেদক
বার্তা কক্ষ
নভেম্বর ১৩, ২০২১ ৫:৫৪ অপরাহ্ণ
ঈশ্বরদীর তিন ইউপিতে বিনা ভোটে চেয়ারম্যান হচ্ছেন আ.লীগের প্রার্থী

তৃতীয় ধাপে অনুষ্ঠেয় ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একক প্রার্থী থাকায় আওয়ামী লীগের তিন প্রার্থী বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। ফলে ওই তিন ইউপিতে চেয়ারম্যান পদে আর ভোটের প্রয়োজন হচ্ছে না। বাকি চারটি ইউপিতে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ওই চারটি ইউপির তিনটিতে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে দলীয় বিদ্রোহী প্রার্থী লড়ছেন। অপরটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী না থাকলেও বিএনপি নেতা সাবেক এক চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এ ছাড়া দুটি ইউপিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এবং একটিতে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বর ওই ৭ ইউপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগেই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে পাকশী, দাশুড়িয়া ও মুলাডুলি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে প্রতিদ্বন্দ্বী আর কোনো প্রার্থী না থাকায় পাকশী ইউপিতে নৌকার প্রার্থী মো. সাইফুজ্জামান, মুলাডুলি ইউপিতে নৌকার আবদুল খালেক এবং দাশুড়িয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী বকুল সরদার বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন।


বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া প্রার্থীদের আর কোনো বাধা নেই। খুব শিগগির তাঁদের নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ হবে।


অন্যদিকে সলিমপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন। ওই ইউপিতে নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবদুল মজিদ।

ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল হক বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া প্রার্থীদের আর কোনো বাধা নেই। খুব শিগগির তাঁদের নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ হবে।

উপজেলার সাঁড়া ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইমদাদুল হক। তাঁর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের আরেক সদস্য জুয়েল চৌধুরী। সাহাপুর ইউপিতে নৌকার প্রার্থী আকাল উদ্দিন সরদার। তাঁর বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে লড়ছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা এমলাক হোসেন। লক্ষ্মীকুণ্ডা ইউপিতে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনিস উর রহমান। তাঁর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুল হক মোল্লা।

জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস বলেন, দলের নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ নেই। যাঁরা বিদ্রোহ করেছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে মাইক্রোবাস–মোটরসাইকেলে সংঘর্ষে প্রাণ গেল তিন বন্ধুর

পাকশী বিভাগীয় রেলওয়ে : ৫ মাসে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রেন থেকে রাজস্ব আয় ৫৯ কোটি টাকা

পাকশী বিভাগীয় রেলওয়ে : ৫ মাসে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রেন থেকে রাজস্ব আয় ৫৯ কোটি টাকা

ঈশ্বরদীতে শিশু শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত করল শিক্ষক

সূর্যের দেখা মেলেনি ঈশ্বরদীতে, জেঁকে বসেছে শীত

সূর্যের দেখা মেলেনি ঈশ্বরদীতে, জেঁকে বসেছে শীত

সেন্ট্রাল ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেমে ঈশ্বরদীতে টিসিবি’র পণ্য বিক্রি

সেন্ট্রাল ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেমে ঈশ্বরদীতে টিসিবি’র পণ্য বিক্রি

পিস্তল বের করে ওমর সানীকে গুলি করার হুমকি জায়েদ খানের

পিস্তল বের করে ওমর সানীকে গুলি করার হুমকি জায়েদ খানের

সুন্নত নামাজ বাড়িতে, মসজিদে যেতে পারবে না শিশু-বৃদ্ধ-অসুস্থরা

সুন্নত নামাজ বাড়িতে, মসজিদে যেতে পারবে না শিশু-বৃদ্ধ-অসুস্থরা

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন ঈশ্বরদীর সাঁড়া

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন ঈশ্বরদীর সাঁড়া

ঈশ্বরদীতে গাড়ি থেকে বস্তাবন্দী লাশ উদ্ধারের আগেই যেভাবে ধরা হয় নারীকে

ঈশ্বরদী-বিনা টিকিটে ভ্রমণ:১৮১৪ জন যাত্রীকে জরিমানা

ঈশ্বরদী-বিনা টিকিটে ভ্রমণ:১৮১৪ জন যাত্রীকে জরিমানা

error: Content is protected !!