বৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ৬, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে বর্নাঢ্য আয়োজনে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১০টায় শহরের স্টেশন রোডের আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইছাহক আলী মালিথা, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।

উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মেরিনা ইয়াসিন লাকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহানা পারভীন রুনার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আলী মালিথা, সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেবি খাতুন, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন , পৌর যুব মহিলা লীগের সভাপতি শেখ মিতা, সাধারণ সম্পাদক শাম্মি আহসানসহ মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!