রবিবার , ২ এপ্রিল ২০২৩ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

সাবেক ভূমিমন্ত্রী ডিলুর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
এপ্রিল ২, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ

পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনে পরপর পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক ভূমিমন্ত্রী, ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলুর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (২ এপ্রিল) মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে তার নিজের গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

এছাড়া সকাল থেকে কোরআন খতম ও কবর জিয়ারত করা হয়।

দোয়া মাহফিলে পাবনা সদর, ঈশ্বরদী-আটঘরিয়া ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদের হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়া বাদ আসর ঈশ্বরদী শহরের আলিবর্দি সড়কের বাড়িতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে স্মৃতিচারণ করে বক্তব্য দেন- পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাঁকন, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রয়াত সাবেক মন্ত্রীর ছেলে গালিবুর রহমান শরীফ, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুল, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ, সাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার প্রমুখ।

এছাড়া পাবনা জেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, আটঘরিয়া-ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে প্রয়াত সাবেক ভূমিমন্ত্রীর কবর জিয়ারত করেন নেতারা।

পরে প্রয়াত সাবেক ভূমিমন্ত্রীর সেজ ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ ও ছোট ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

২০২১ সালের এদিনে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ - ঈশ্বরদী