শুক্রবার , ২৮ অক্টোবর ২০২২ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ২৮, ২০২২ ৫:৫৮ অপরাহ্ণ
ঈশ্বরদীতে জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের বেদিতে মঞ্চ বানিয়ে গতকাল বৃহস্পতিবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করা হয়েছে। ওই মঞ্চে অতিথি-নেতাকর্মী সবাই জুতা পায়ে ওঠেন। শহীদ মিনারে এমন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুহূর্তে ভাইরাল হয়। এতে অনেকে ক্ষুব্ধ হন।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের জন্য বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারের বেদিতে মঞ্চ বানানো হয়েছে। সেখানে ফুল দিয়ে টেবিল সাজানো হয়। গতকাল দুপুর ৩টার দিকে অনুষ্ঠানের অতিথিরা একে একে সবাই জুতা পায়ে মঞ্চে উঠে চেয়ারে বসেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, সাহাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদুল মেম্বার, সদস্য সচিব রমজান আলী, সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক দুলাল মণ্ডল, বিএনপি নেতা আওলাদ হোসেন কিরণ, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা ছাত্রদলের সদস্য সম্রাট হোসেন, পৌর ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সোহাগসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সব থানা বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সাহাপুর ইউনিয়ন বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আগামীতে আমরা আর শহীদ মিনারের বেদিতে মঞ্চ করব না। এটা আমাদের ভুল হয়েছে।’

উপজেলা যুবদলের এক নেতা বলেন, ‘শহীদ মিনারের বেদিতে মঞ্চ বানানো হলেও সেখানে কার্পেট বিছানো ছিল। এ কারণে শহীদ মিনারের অসম্মান হয়নি।’

ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি বলেন, ‘আমরা পর্দা দিয়ে ঢেকেই সেখানে মঞ্চ বানিয়ে অনুষ্ঠান করেছি, যাতে শহীদ মিনারের অশ্রদ্ধা না হয়।’

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু বলেন, শহীদদের স্মৃতিবিজড়িত শহীদ মিনারে শ্রদ্ধা না জানিয়ে যারা অবজ্ঞা করে তারা দেশকে ভালবাসে কি না সন্দেহ আছে। এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ