ঈশ্বরদীতে ৯ দিনে রূপপুর প্রকল্পের পাঁচ শ্রমিকসহ ডেঙ্গু আক্রান্ত ২০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন পাঁচজন।
হাসপাতাল সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত পাঁচজন শ্রমিক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তরা হলেন হলেন, তুষার খান (২৪), লিটন (৩৮), সোহেল (২৮), সাব্বির (২৫) ও মিঠুন (২৮)। তারা গত ৯ দিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান জানান, এখানে পাঁচ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়াও বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি থাকতে পারে। আক্রান্তরা সবাই এ উপজেলার বাসিন্দা।