বৃহস্পতিবার , ৩১ মার্চ ২০২২ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

দৈনিক ঈশ্বরদী নিউজের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

প্রতিবেদক
বার্তা কক্ষ
মার্চ ৩১, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ
দৈনিক ঈশ্বরদী নিউজের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

জমকালো আয়োজনে দৈনিক ঈশ্বরদী নিউজের দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১শে মার্চ) বিকেল ৪টায় ঈশ্বরদী ডাল গবেষণা ও আঞ্চলিক কৃষি গবেষনা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা নিবার্হী কর্মকর্তা পি.এম ইমরুল কায়েস।

ঈশ্বরদী ডাল গবেষণা ও আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের পরিচালক ড. মহিউদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন, ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পাবনা জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারন সম্পাদক আব্দুল বাতেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার, শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি জেমসেদ আলী।


বক্তারা বলেন, বর্তমানে দেশের প্রথম শ্রেনীর জাতীয় পত্রিকা ও টেলিভিশন চ্যানেলগুলো অনলাইন ভার্সন চালু করেছে। ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে অনলাইন প্লাটফর্মের কোনো বিকল্প নেই। দৈনিক ঈশ্বরদী নিউজ বিগত দুই বছর সুনামের সাথে ঈশ্বরদীতে ঘটে যাওয়া বিভিন্ন খবরা খবর অনলাইনের মাধ্যমে উপস্থাপন করে আসছে। আগামী দিনেও বস্তুনিষ্ঠ ও সত্য প্রকাশে দৈনিক ঈশ্বরদী নিউজ পরিবার সর্বদা সচেষ্ট থাকবে। এসময় বক্তারা এই পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, ঈশ্বরদী জনস্বাস্থ্য ও প্রকৌশলী মাহবুবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানা, শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি, দাদাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার, এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকবর আলী, আর এ আর এস হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসিন, দৈনিক উন্নয়নের কথা পত্রিকার সম্পাদক আবুল হাসেম, মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হিরা, জিটিভির ঈশ্বরদী প্রতিনিধি নাসিম আহমেদ, সাপ্তাহিক প্রথম সকাল পত্রিকা সম্পাদক মহিদুল ইসলাম, দৈনিক বীর বাংলা পত্রিকার সম্পাদক ওহিদুজ্জামান টিপু, সংবাদ ভূমির সম্পাদক খালেদ মাহমুদ সুজন, ঢাকা পোস্টের পাবনা প্রতিনিধি রাকিব হাসনাত, ডিবিসি নিউজের ক্যামেরা পার্সন জুয়েল আসিফ, নিউজ টুয়েন্টিফোর এর ক্যামেরা পার্সন মাসুদ রানা, সলিমপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগাঠনিক সম্পাদক মিলন মাহমুদ।

আলোচনা শেষে মহামারী করোনায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ভূমিকা রাখায় দৈনিক ঈশ্বরদী নিউজ পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পি. এম ইমরুল কায়েস, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক দেবাশিষ সরকার, পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


দৈনিক ঈশ্বরদী নিউজের সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাসেল আলী, বার্তা সম্পাদক শিশির মাহমুদ, নির্বাহী সম্পাদক রকিব, সাংবাদিক উজ্জল প্রধান, ফারাবী বিন সাকিব সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক মন্ডলী, সাংবাদিক, আমন্ত্রিত অতিথীগন এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!