সোমবার , ৯ মে ২০২২ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

এখনো শোকজের চিঠি পাননি টিটিই শফিকুলকে বরখাস্ত করা সেই ডিসিও

প্রতিবেদক
বার্তা কক্ষ
মে ৯, ২০২২ ৭:১০ অপরাহ্ণ
এখনো শোকজের চিঠি পাননি টিটিই শফিকুলকে বরখাস্ত করা সেই ডিসিও

রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের ঘটনায় পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে সোমবার রাত ৮টা পর্যন্ত ডিসিওর হাতে শোকজের চিঠি পৌঁছেনি। তবে শোকজে স্বাক্ষরকারী ডিআরএম বলছেন-চিঠি পৌঁছে গেছে।

রবিবার (৮ মে) বিকেলে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুল ইসলাম। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সোমবার (৯ মে) রাতে শাহিদুল ইসলাম বলেন, শোকজের চিঠি ইতোমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সোমবার (৯ মে) রাতে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শোকজের কথা শুনেছি।তবে চিঠি এখনো হাতে পাইনি। এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বিব্রত বোধ করেন।

গত শুক্রবার (৬ মে) রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকেটে রেল ভ্রমণ করায় তিন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেন সুন্দরবন এক্সপ্রেসের টিটিই শফিকুল ইসলাম। তবে টিটিই শফিকুলের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন। এ নিয়ে সারাদেশে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর মধ্যে শফিকুল ইসলামের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়। অফিসিয়াল প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তিনি কাজে যোগ দিয়েছেন।


আরও পড়ুন :

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>