ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঈশ্বরদীর দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের চাঁদ আলীর মোড়ে একটি পিকআপভ্যানকে মোটরসাইকেল অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাককে ওভারটেক করতে গিয়ে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক বাইকার। একই ঘটনায় ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা খাওয়ায় এর হেলপার নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে চরমিরকামারী গ্রামের সুজন আলীর ছেলে মেহেদী হাসান (২০)। পিকআপ ভ্যানের হেলপার (নামপরিচয় জানা যায়নি)।
পাকশী হাইওয়ে পুলিশের এসআই বেলাল হোসেন জানান, তরমুজবোঝাই একটি পিকআপভ্যানকে মোটরসাইকেল চালক অতিক্রম করতে গিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মেহেদি হাসানের মৃত্যু হয়। এ সময় পেছনে থাকা পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপারের মৃত্যু হয়।
হেলপারের নাম ও ঠিকানা এখনো জানা যায়নি। এ সময় পিকআপের ওপরে থাকা দুইজন ও মোটরসাইকেলে থাকা একজনসহ তিনজন গুরুতর আহত হয়। ঘটনার পর পিকআপভ্যানটি জব্দ করেছে পুলিশ, কিন্তু চালক পালিয়ে যায়।
পাকশী হাইওয়ে থানার ওসি আশীষ কুমার স্যার্নাল জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।